শিরোনাম
বব ডিলানের আচরণ ‘অভদ্র ও উদ্ধত’
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১০:৩৩
বব ডিলানের আচরণ ‘অভদ্র ও উদ্ধত’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাহিত্যে নোবেল পুরষ্কার বিজয়ের খবর পাওয়ার পরও নীরব থেকে ‘উদ্ধত এবং অভদ্রতা’র পরিচয় দিয়েছেন বব ডিলান। এমনটিই মন্তব্য করেছেন নোবেল কমিটির সদস্য পার ওয়াস্টবার্গ।

 

গত সপ্তাহে ৭৫ বছর বয়সী এই সঙ্গীতশিল্পীকে সাহিত্যে নোবেলের জন্য মনোনীত করার খবর বের হলে তা সারা বিশ্বের মানুষকেই আশ্চর্যান্বিত করে। কিন্তু এরপর বব ডিলানের সাথে যোগাযোগের সব রকমের চেষ্টা করেই ব্যর্থ হয় সুইডিশ একাডেমি।

 

গত সপ্তাহেই বব ডিলানের ওয়েবসাইট থেকে তার নোবেল পুরস্কার পাওয়া সংক্রান্ত তথ্য সরিয়ে ফেলা হয়। ডিলান আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে নোবেল পদক গ্রহণ করতে যাবেন কি না, তা এখনো অজানা।

 

সুইডেনের এসভিটি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বব ডিলানের এ ধরনের আচরণেকে ‘উদ্ধত এবং অভদ্রতা’ উল্লেখ করে পার ওয়াস্টবার্গ বলেন, তিনি এরকমই। এই খবরটি যে বব ডিলান অগ্রাহ্য করবে, তাতে খুব একটা বিস্ময়ের কিছু নেই।

 

ওয়াস্টবার্গ বলেন, অতীতে কখনও এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে ডিলান না গেলেও, তাকে ছাড়াই পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠান এগিয়ে যাবে এবং তার বর্ণাঢ্য কর্মজীবনকে তুলে ধরে হবে।

 

এর আগে ফরাসি লেখক ও দার্শনিক জাঁ পল সত্রে ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। এছাড়া ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পাওয়ার পর তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন আলবার্ট আইনস্টাইন। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com