শিরোনাম
ক্য‌ামেরু‌নে ট্রেন লাইনচ্যুত, নিহত ৫৫
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১১:১৩
ক্য‌ামেরু‌নে ট্রেন লাইনচ্যুত, নিহত ৫৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্যামেরুনে যাত্রী বোঝাই একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৫৫ জন নিহত ও প্রায় ছয়শ’ লোক আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রেন‌টি লাইনচ্যুত হওয়ার পর উল্টে গে‌লে এ হতাহতের ঘটনা ঘ‌টে। দেশটির পরিবহন মন্ত্রীর বরাত দিয়ে শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর জা‌নানো হয়।


দেশটির পরিবহন মন্ত্রী এগার অ্যালাইন মেবে এনগো বলেন, শুক্রবার ট্রেনটি মধ্যাঞ্চলীয় এসেকা নগরীতে পৌঁছার কিছু আগেই লাইনচ্যুত হয়। এটি রাজধানী ইয়াউন্ডে থেকে বাণিজ্যিক নগরী দোউয়ালায় যাচ্ছিল। দুটি নগরীতে পরিবহন সংকটের কারণে মানুষ গাদাগাদি করে ট্রেনটিতে উঠে।


তিনি বলেন, এই ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।


দোউলা অঞ্চলের গভর্নর দিয়েউদোনে ইভাহা দিবোউয়া বলেন, দমকল বিভাগের লোকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। সূত্র: বিবিসি



বিবার্তা/রয়েল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com