শিরোনাম
‘আইএস বর্বর ও ধূর্ত প্রতিপক্ষ’
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১১:৪৩
‘আইএস বর্বর ও ধূর্ত প্রতিপক্ষ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরাকের মসুল শহর পুনর্দখলের লড়াইয়ে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ‘এক বর্বর ও ধূর্ত প্রতিপক্ষ’। এমনটিই মন্তব্য করেছেন ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে নিয়োজিত আন্তর্জাতিক জোটের প্রধান মার্কিন সেনাবাহিনীর লে. জেনারেল স্টিফেন টাউনসেন্ড।

 

ইরাকে আইএসের সবচেয়ে ঘাঁটি মসুল পুনর্দখলের লক্ষ্যে গত সোমবার থেকে ইরাকি বাহিনীর নেতৃত্বে সর্বাত্মক অভিযান শুরু হয়েছে। এই অভিযানে আন্তর্জাতিক জোটও অংশ নিচ্ছে। বৃহস্পতিবার লড়াইয়ের ফাঁকেই বিবিসিকে বিশেষ সাক্ষাৎকার দেন টাউনসেন্ড।  

 

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, আইএস খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে। তাদের সৃজন ক্ষমতা আছে এবং তারা ধূর্ত।

 

মসুল পুনর্দখলের যুদ্ধে আইএসকে এক নৃশংস প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করেন জেনারেল টাউনসেন্ড। তিনি বলেন, মসুলে আইএস বেসামরিক মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আইএসকে থামাতে হবে।

 

মসুল পুনর্দখলে ইরাকের সরকারি সেনারা বেশ জোরালোভাবেই এগিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেন, তাদের এই অগ্রযাত্রা প্রত্যাশার চেয়েও বেশি। অভিযানে আইএসের কাছ থেকে মসুলের বেশ কিছু গ্রাম ও গুরুত্বপূর্ণ কিছু এলাকার পুনর্দখল নেয়া হয়েছে। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com