শিরোনাম
সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় ২০০ জঙ্গি নিহত
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৮:৪২
সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় ২০০ জঙ্গি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) ও পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এতে প্রায় ২০০ জঙ্গি নিহত হয়েছে। তুরস্কের সেনাবাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।


দেশটির সামরিক সূত্র জানায়, অভিযানে তুরস্কের জঙ্গি বিমান একটি সাঁজোয়া যান, একটি সদর দফতরের একটি ভবন, আশ্রয় শিবির ও অপর ৭টি স্থাপনাসহ ১৮টি পিওয়াইডি/ওয়াইপিজি’র অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এতে এগুলো ধ্বংস হয়ে যায় এবং ১৬০ থেকে ২০০ জঙ্গি নিহত হয়।


তুরস্কের সৈন্যরা উইফ্রেটিস শিল্ড অভিযানের অংশ হিসেবে তুরস্ক সীমান্তে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে সিরিয়ার বিদ্রোহীদের সহায়তায় সিরিয়ার জারাবলুস শহরে প্রবেশ করে এ হামলা চালায়।


সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের অংশ ওয়াইপিজি সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী অভিযানের অংশীদার। সূত্র: আনাদোলু এজেন্সি


বিবার্তা/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com