শিরোনাম
হিলারির বিপক্ষে ওবামার ভাই!
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১৮:০৪
হিলারির বিপক্ষে ওবামার ভাই!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে গলা ফাটাচ্ছেন প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল, তখন কিনা প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ওবামার ভাই! অবশ্য আপন ভাই নন, সৎ ভাই।


প্রেসিডেন্ট ওবামার এই ভাইটির নাম মালিক। জন্ম কেনিয়ায় হলেও তিনি এখন মার্কিন নাগরিক। বুধবার রাতে লাস ভেগাসে হিলারি ও ট্রাম্পের তৃতীয় ও শেষ বিতর্ক অনুষ্ঠানে ট্রাম্পের মেহমান হিসেবে তার হাজির থাকার কথা।


এ বিষয়ে তিনি বলেন, বিতর্ক অনুষ্ঠানে থাকার কথা ভেবে আমি খুব উত্তেজিত বোধ করছি। আসলে ট্রাম্পই পারবেন আমেরিকাকে আবার মহান দেশে পরিণত করতে।
ট্রাম্পের সুরে সুর মিলিয়ে মালিক বলেন, মার্কিন মূলধারার মিডিয়া পক্ষপাতদুষ্ট।


ট্রাম্পের বিরুদ্ধে উত্থাপিত নারী কেলেঙ্কারির অভিযোগও উড়িয়ে দেন মালিক। বলেন, এসব কথা ওরা আগে বললো না কেন? আমি ওদের কথা মোটেই বিশ্বাস করি না।


পররাষ্ট্র মন্ত্রী হিসেবেও হিলারির পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেন মালিক। তার মতে, হিলারির ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যে গোলযোগ ও সহিংসতা বেড়েছে। লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মোয়াম্মার গাদ্দাফি একজন ভালো বন্ধু ছিলেন। আজ লিবিয়ার কী অবস্থা, দেখুন!


ওবামার চাইতে তিন বছরের বড় মালিক। ওবামার সঙ্গে তার সর্বশেষ সাক্ষাৎ হয় গত বছর আগস্টে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি হোয়াইট হাউসে গিয়েছিলাম জাস্ট হ্যালো বলতে, সৌজন্য সাক্ষাৎ আর কী। তবে অভ্যর্থনাটি খুব উষ্ণ ও আন্তরিক ছিল না। হ্যান্ডস অফ ধরনের একটা ব্যাপার, ভেরি বিজনেসলাইক, ভেরি ফর্মাল। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com