শিরোনাম
যৌন হয়রানির অভিযোগ মিথ্যা দাবি ট্রাম্পের
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১৪:০৯
যৌন হয়রানির অভিযোগ মিথ্যা দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নারীদের যৌন হয়রানি ও জোর করে চুমু দেয়ার খবর সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়েস্ট পাম বিচে এক সমাবেশে মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করে তিনি এ দাবি করেন।


৭০ বছর বয়সী মার্কিন ধনকুবের ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযোগকারীদের ‘জঘন্য মিথ্যুক’ বলে উল্লেখ করেছেন। তিনি এও অভিযোগ করেন, হিলারি গণমাধ্যমকে ব্যবহার করে তার প্রচারণায় ব্যাঘাত ঘটানোর অপচেষ্টা করছেন।


ট্রাম্প বলেন, ‘আমি নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছি বলে যে কুরুচিপূর্ণ দাবি করা হয়েছে তা একেবারে নিখাদ মিথ্যা। এগুলো নির্জলা মিথ্যা। ক্লিনটন পরিবার ও তাদের গণমাধ্যম মিত্ররা এসব অপপ্রচার চালাচ্ছে।’


ট্রাম্প বলেন, তার আইনজীবীরা নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।


এদিকে এর আগে বৃহস্পতিবারই নিউহ্যাম্পশায়ারে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের এক সমাবেশে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ট্রাম্পকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন।


ওবামার উত্তরসূরি বাছাইয়ের মাত্র ২৬ দিন আগে ফার্স্ট লেডি রিয়েল স্টেট ব্যবসায়ী ট্রাম্পকে তার ‘অশোভন’ আচরণের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমাদের এখন সবার একসঙ্গে দাঁড়িয়ে বলার সময় এসেছে, যথেষ্ট হয়েছে। এসব এখনই থামাতে হবে।’


এদিন সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ওহাইও রাজ্যে ট্রাম্পের সমালোচনা করেন। তিনি বলেন, রিপাবলিকানরা গত কয়েক দশক ধরে যে নোংরা পরিস্থিতির সৃষ্টি করেছেন ট্রাম্প তারই ফসল।


উল্লেখ্য, বুধবার কমপক্ষে ছয় নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। নিউইয়র্ক টাইমস, এনবিসি, পিপলস ম্যাগাজিনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে এসব খবর প্রকাশিত হয়েছে।


আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সূত্র: বিবিসি


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com