শিরোনাম
বিধ্বস্ত হাইতি পরিদর্শনে যাচ্ছেন মুন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১৩:৫২
বিধ্বস্ত হাইতি পরিদর্শনে যাচ্ছেন মুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘ মহাসচিব বান কি মুন শনিবার ক্যারিবিয়ান দেশ হাইতিতে হারিকেন ম্যাথিউয়ের আঘাতে বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করতে যাচ্ছেন।বিষয়টি নিশ্চিত করেছে মহাসচিবের দফতর।


বান কি মুনের দফতর থেকে বলা হয়, মুন হাইতির দক্ষিণাঞ্চলীয় উপকূল সেল সাইয়েস সফর ও হাইতির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করবেন। ম্যাথিউয়ের আঘাতে যে কয়েকটি নগরী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেল সাইয়েস তার অন্যতম।


জাতিসংঘ আন্তর্জাতিক দাতাদের কাছে ক্যারিবিয়ান দেশ হাইতির জন্য ১২ কোটি মার্কিন ডলারের একটি সহায়তা তহবিলের আবেদন জানিয়েছেন। কিন্তু তাতে কম দাতাই সাড়া দিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজ্যারিক জানান, এ পর্যন্ত মাত্র ৬১ লাখ মার্কিন ডলার সহায়তা পাওয়া গেছে। এটা যা আবেদন করা হয়েছিল তার ৫ শতাংশ।


চলতি মাসের শুরুতে ৪ ক্যাটাগরির প্রলয়ঙ্করী ঝড় ম্যাথিউয়ের আঘাতে অন্তত ৪৭৩ জন প্রাণ হারায়। ঝড়টি ঘণ্টায় ১৪৫ মাইল বেগে বয়ে যায়।


মুন জানান, ঝড়ে দেশটিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে সেখানকার বাসিন্দাদের প্রয়োজন মেটাতে ব্যাপক সহায়তার প্রয়োজন। ঝড়ে বেশ কয়েকটি শহর ও গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় ১৪ লাখ লোকের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন।


ইউএস অ্যাজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট হারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য বৃহস্পতিবার এক কোটি ২০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। এই নিয়ে হাইতি, জ্যামাইকা ও বাহামাতে মার্কিন সরকারের সহায়তার পরিমাণ প্রায় এক কোটি ৪০ লাখ মার্কিন ডলারে দাঁড়ালো।


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com