শিরোনাম
সউদি নাগরিকত্ব আইন সংশোধন হচ্ছে
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১৯:২৬
সউদি নাগরিকত্ব আইন সংশোধন হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সউদি মা ও নন-সউদি পিতার সন্তানদের নাগরিকত্ব দেয়ার একটি প্রস্তাব বিবেচনা করে দেখছে সউদি শূরা কাউন্সিল।


শূরা সদস্য লতিফাহ আল-শালান এ তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, কিছু পুরনো আইন আমাদের অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে। নাগরিকত্ব আইনটি কয়েকবার কিছু রদবদল হলেও এটি আসলে ৬০ বছরের পুরনো। এর মধ্যে সময় অনেক বদলে গেছে, দেশ এগিয়ে গেছে।


তিনি বলেন, এ অবস্থায় সউদি মা ও নন-সউদি পিতার সন্তানরা যেসব সমস্যায় পড়ছে, শূরাকে তা অবশ্যই আমলে নিতে হবে।


আল-শালানের সঙ্গে এ ইস্যুতে জোট বেঁধেছেন শূরার আরো কজন সদস্য। তারা হলেন আতা আল-সুবাইতি, হায়া আল-মিনাই, ওয়াফা তাইবাহ ও থুরাইয়াহ উবাইদ।


লতিফাহ আল-শালান বলেন, আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের ইসলামী আইন ও ন্যায় বিচারের নীতিমালার উদ্ধৃতি দিয়েছেন।


তিনি আরো বলেন, আমরা সউদি মায়ের সন্তানদের নাগরিকত্ব চাচ্ছি, তাদের নন-সউদি স্বামীদের নয়। সউদি নারীরা অধিক হারে বিদেশীদের বিয়ে করছে। এটা উদ্বেগজনক। আমদের অবশ্যই নিজেদের সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। সউদি মায়েদের অধিকার আছে তাদের সন্তানদের সউদি নাগরিকত্ব পাইয়ে দেয়ার। সূত্র : সউদি গেজেট


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com