শিরোনাম
উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৬, ১২:৩০
উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এ কথা জানিয়েছে। বুধবার বিবিসির অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করা হয়।
মার্কিন কর্মকর্তারা জানান, বুধবার স্থানীয় সময় সকাল ৪টা ৫৯ মিনিটে সিনপোর কাছে ডুবোজাহাজ থেকে কেএন-১১ ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এটি প্রায় ৫০০ কিলোমিটার (৩০০ মাইল) দূরে জাপান সাগরে পতিত হয়।
জাপান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বিষয়টিকে ‘কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি জাপনের ‘এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন’ এর ভেতরে পতিত হয়।
দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রে যৌথ বার্ষিক সামরিক মহড়া চলাকালীন ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হলো। সামরিক এ মহড়ায় ৮০ হাজার মার্কিন ও কোরিয়ান সেনা অংশ নেয়। বরাবরই এ ধরনের সামিরক মহড়াকে হুমকি হিসেবে মন্তব্য করে আসছে পিয়ংইয়ং।



উত্তর কোরিয়া সাম্প্রতিক মাসগুলোতে কয়েক দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার এসব পরীক্ষার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এছাড়া, দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com