শিরোনাম
ব্রিটেনের ‘ছায়া’ মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ০৯:৫২
ব্রিটেনের ‘ছায়া’ মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রিটেনের লেবার পার্টির ছায়া শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এমপি। তিনি হ্যামস্টিড ও কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। লেবার পার্টি নেতা জেরেমি করবিন তার ছায়া মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী হওয়ার প্রস্তাব দিলে টিউলিপ তা গ্রহণ করেন।


টিউলিপ পার্টি নেতা করবিনের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।এমপি নির্বাচিত হবার পর এটাই হবে টিউলিপের জন্য সবচেয়ে বড় মাপের দায়িত্ব। লেবার দলে দলীয় নেতা নির্বাচনের প্রক্রিয়া চলছে। বেক্সিট ইস্যুতে মতানৈক্য সৃষ্টি হয়। বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে জেরেমি করবিনের প্রতিযোগিতা হচ্ছে দলীয় প্রধানের পদ নিয়ে।


গত ১২ সেপ্টেম্বর লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর রবিবার ছায়া মন্ত্রীপরিষদের সদস্যদের নাম ঘোষণা করেছিলেন জেরেমি করবিন।


শুরু থেকেই নানা ঘটনার জন্ম দিচ্ছেন জেরেমি করবিন। ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম এমপি রোশনারা আলী প্রথম বার এমপি নির্বাচিত হয়ে স্যাডো ইডুকেশন মিনিস্টারের দায়িত্ব পেয়েছিলেন।


ব্রিটেনের ৫৬ তম সাধারণ নির্বাচনে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি পদে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর বড় মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। চলতি বছর ৭ মে ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন টিউলিপ। টিউলিপ সিদ্দিকী পেয়েছিলেন ২৩ হাজার ৯৭৭ ভোট। আর কনজারভেটিভ পার্টির সায়মন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯ ভোট। এ আসনে এবার ভোট পড়েছে ৬৭ দশমিক ৩ শতাংশ।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। ১৫ বছর বয়স থেকে তিনি হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে বসবাস করছেন। এই এলাকায় স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন অথরিটি এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গেও কাজ করেছেন। ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন তিনি।


২০১৫ সালেও টিউলিপ ব্রিটিশ লেবার পার্টির ছায়া মন্ত্রিপরিষদে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী হন।


নবনির্বাচিত লেবার পার্টির দলীয় নেতা জেরেমি করবিন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপকে এবারও তার ছায়া মন্ত্রিসভায় জুনিয়র সদস্য হিসেবে স্থান দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত নারী রাজনীতিকদের অবস্থান আরো দৃঢ় হয়েছে।


এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রুশনারা আলী প্রথমবার এমপি নির্বাচিত হয়ে আন্তর্জাতিক উন্নয়ন ও শিক্ষা ‘ছায়া মন্ত্রী’র দায়িত্ব পালন করেন।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com