শিরোনাম
একেই বলে বিপদ ডেকে আনা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৪২
একেই বলে বিপদ ডেকে আনা
ছবি : প্রতীকী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশটি হলো সৌদি আরব। সে দেশে নারীদের রক্তের সম্পর্কের বাইরের কোনো পুরুষের সঙ্গে মেশা অপরাধ বলে বিবেচিত। এছাড়া মদ কেনা কিংবা পরিবেশন করাও আইনত দণ্ডনীয় অপরাধ৷


সেই দেশেরই একদল তরুণ-তরুণী সম্প্রতি এক রাতে 'পার্টি'তে মিলিত হয়। সেখানে আবার মদপানের ব্যবস্থাও ছিল।


এতোটা করেও পার্টিবাজ তরুণ-তরুণীরা ক্ষান্ত হয়নি, তারা পার্টির একটি ভিডিওচিত্র ইউটিউবেও প্রকাশ করে। সেখানে ভিডিওটি ভাইরাল হয়।


আর যায় কোথায়! ভিডিওটি সৌদি পুলিশের নজরে আসতে দেরি হয় না। সেই থেকে পুলিশ তাদের খুঁজতে থাকে।


ভিডিওতে পার্টিরতদের পাশাপাশি একটি পতাকাস্ট্যান্ড দেখা গেছে। সেটি সাধারণ কোনো স্ট্যান্ড নয়, ওটির উচ্চতা ৭০ মিটার। ২০১৪ সালে জেদ্দায় স্থাপন করা পত্যাকাস্ট্যান্ডটি বিশ্বের সবচেয়ে উঁচু। ছবি দেখে পুলিশের বুঝতে দেরি হয় না, পার্টিটি হচ্ছিল সেই স্ট্যান্ডের পাশে অবস্থিত একটি ভবনের বারান্দায়। তাই ভিডিওতে পতাকাস্ট্যান্ডটিও দেখা গেছে।


ভিডিওটি ২০ ডিসেম্বর ইউটিউবে আপলোড করা হয়। পুলিশের তদন্ত দল ইতিমধ্যে পার্টিতে অংশগ্রহণকারীদের কয়েকজনকে ধরে ফেলেছে। সূত্র : ডয়চে ভেলে


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com