শিরোনাম
নির্বাচন থেকে সরে দাঁড়াব না: ট্রাম্প
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ০৯:১৪
নির্বাচন থেকে সরে দাঁড়াব না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নারীদের নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের টেপ ফাঁস হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়া যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী লড়াই থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। ওয়াল স্ট্রীট জার্নালকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ ঘোষণা দেন।


সাক্ষাতকারে ট্রাম্প বলেন, তিনি কখনোই নির্বাচনী লড়াই থেকে সরে যাবেন না। তার সমর্থকদের তিনি মনোবল হারাতে দেবেন না এবং রবিবার দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কেও অংশ নেবেন বলেও তিনি উল্লেখ করেছেন।


২০০৫ সালে ধারণ করা তিন মিনিটের ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর কার্যত বিপাকেই পড়ে গেছেন বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হওয়া ট্রাম্প। নারীদের নিয়ে অবমাননাকর নানা মন্তব্যের জন্য দল ও দলের বাইরে থেকে চাপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত এই প্রার্থী।


পরিস্থিতি সামাল দিতে এক ভিডিও বার্তায় দুঃখও প্রকাশ করেছেন তিনি। কিন্তু এ ঘটনায় খোদ রিপাবলিকান পার্টির সিনিয়র নেতারা পর্যন্ত ট্রাম্পের কঠোর নিন্দা করেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পকে দেয়া নিমন্ত্রণ পর্যন্ত বাতিল করছেন তারা। এই সপ্তাহান্তেই হাউজ স্পিকার পল রায়ানের নিজের শহর উইসকনসিনে রিপাবলিকান ফল ফেস্টে দাওয়াত ছিল ট্রাম্পের, কিন্তু সেই দাওয়াত বাতিল করে দিয়েছেন রায়ান।


ভিডিওটি ফাঁসের পর থেকে রিপাবলিকান দলেরই অন্তত ১০ জন নেতা বলেছেন তারা হয়তো ট্রাম্পকে নভেম্বরের নির্বাচনে ভোট দেবেন না অথবা তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন।


উল্লেখ্য, শুক্রবার প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে ট্রাম্পের একটি ভিডিওটেপ প্রকাশিত হয়েছে, যেখানে তাকে নারীদের উদ্দেশ্যে অতিশয় নোংরামিপূর্ণ মন্তব্য করতে দেখা গেছে। ভিডিওটেপটি ২০০৫ সালে তৈরি। তিন মিনিটের বেশি এই কথোপকথনটির প্রায় পুরোটা জুড়েই ছিল অতিশয় নোংরামি পূর্ণ কথাবার্তায় পরিপূর্ণ।


সেখানে টেলিভিশন উপস্থাপক বিলি বুশকে উদ্দেশ্যে করে ট্রাম্পকে বলতে শোনা যায়, তুমি যখন একজন তারকা তখন নারীদের সাথে তুমি যা খুশি তাই করতে পারবে।


মার্কিন নির্বাচনের মাত্র একমাস বাকি থাকতে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর এই ভিডিওটেপটি দলটিকে বেশ বেকায়দায় ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এমন সময় এই ভিডিওটেপটি বের হল যখন হিলারি ক্লিনটনের সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় দফা সরাসরি টিভি বিতর্ক আসন্ন। সূত্র: বিবিসি


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com