শিরোনাম
মোদি দেশবাসীকে ভিখারি বানিয়েছে : মমতা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৬, ২০:৪৪
মোদি দেশবাসীকে ভিখারি বানিয়েছে : মমতা
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের নরেন্দ্র মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে ফের সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে মোদি সরকার দেশের মানুষকে ভিখারি বানিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।


মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে মোদি সরকারকে আক্রমণ করে মমতা বলেন, এমন অনেক জায়গা আছে যেখানে কোনো ব্যাংক কিংবা পোস্ট অফিসের সুবিধা নেই। সেখানের মানুষ কি করবে? নোট বাতিলের ফলে দেশের মানুষ এখন ভিখারি হয়ে গেছেন।


তৃণমূল কংগ্রেস নেত্রী আরও বলেন, নোট বাতিল ইস্যু নিয়ে আমি আগামীকাল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সাথে দেখা করবো। বৈঠকে আমার দলের ৪০ জন সংসদ সদস্য থাকবেন। আমি অন্য রাজনৈতিক দলের সাথেও কথা বলেছি। রাহুল গান্ধী, নীতিশ কুমার, নবীন পট্টনায়েক, মুলায়ম সিং যাদব, অরবিন্দ কেজরিওয়ালের সাথেও আমার কথা হয়েছে। যদি তারা আমাদের সাথে যেতে চায় তবে ভালো, না হলে আমি আমার দলের নেতাদের নিয়েই রাষ্ট্রপতির সাথে দেখা করবো।


এর আগে সকালে ট্যুইট করেও মোদি সরকারকে এক হাত নেন মমতা। মঙ্গলবার থেকে একই ব্যক্তির বারবার নোট বদল ঠেকাতে, ভোটের মতো গ্রাহকদের আঙুলেও কালির দাগ লাগিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সে বিষয়টিকে ‘কালো প্রক্রিয়া’ বলে আখ্যায়িত করেন মমতা। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকার মানুষকে অবিশ্বাস করে বলে ওই কালি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।


বিবার্তা/ডিডি/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com