শিরোনাম
ভারতে জেল পালালো ৫ বন্দি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৪:২১
ভারতে জেল পালালো ৫ বন্দি
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের বিহারের বক্সার কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত পাঁচ বন্দি পালিয়েছে। শুক্রবার গভীর রাতে কারাগারের পাঁচিল টপকে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে পালায় বন্দিরা। এরপর শনিবার সকালে বন্দিদের গণনার সময়ই পালানোর বিষযটি নজরে আসে।

 

বক্সারের জেলাশাসক রমন কুমার জানান, শুক্রবার রাত ১২টা থেকে ৩টার মধ্যেই কারাগার ভেঙে পালানোর ঘটনা ঘটে। কারাগারের পাঁচিলের যেখান দিয়ে বন্দিরা পালিয়ে যায় সেখানে লোহার রড, পাইপ, এবং ধুতি (পোশাক) পাওয়া গেছে।

 

জেলাশাসক আরো জানান, তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িত সন্দেহে কারাগারের তিন প্রহরীকে সাসপেন্ড করা হয়েছে।

 

জেলার পুলিশ সুপার উপেন্দ্র শর্মা জানান, পলাতক বন্দিদের মধ্যে প্রজিৎ সিং, গিরিধারি রাই, সোনু পান্ডে এবং উপ্রেন্দ্র শাহ এই চারজনই যাবজ্জীবন সাজার মেয়াদ ভোগ করছে। অন্যদিকে সোনু সিং নামের এক বন্দি ১০ বছরের কারাভোগ করছে।   

 

তবে কারাগারের নিরাপত্তায় যে যথেষ্ট ফাঁক ছিল তা স্বীকার করেন পুলিশ সুপার। তিনি জানান, কোনো কর্মীর বিরুদ্ধে বন্দিদের জেল পালানোয় সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।  

 

বন্দি পালানোর ঘটনার পরই জেলা জুড়ে সতর্কতা জারি হয়েছে। তাদের খোঁজে শুরু হয়েছে অভিযান। যদিও এখনও পলাতক ওই পাঁচ বন্দির কোনো খোঁজ পায়নি পুলিশ। পুরো ঘটনায় বিহারের স্বরাষ্ট্র সচিব আমির সুভানি পুলিশের ডিআইজিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com