শিরোনাম
তড়িঘড়ি করে নোট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে : অমর্ত্য সেন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৬, ২২:৫৭
তড়িঘড়ি করে নোট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে : অমর্ত্য সেন
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার নোট বাতিলের সিদ্ধান্ত তড়িঘড়ি করে নিয়েছে। তার অভিমত, আগ-পিছ না ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।


শুক্রবার পশ্চিমবঙ্গের শান্তিনিকতনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমর্ত্য সেন বলেন, আমার মনে হয় না যে সবদিক বিবেচনা করে এই নোট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেসব দিক ভাবনাচিন্তা না করেই তড়িঘড়ি করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করি।


বিশিষ্ট এই অর্থনীতিবিদ আরও জানান, যেহেতু এই পুরো বিষয়টির সঙ্গে অর্থনীতির যোগ রয়েছে, সেক্ষেত্রে নোট বাতিলের এই সিদ্ধান্তের পেছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। এর ফলে জনজীবনে বিরূপ প্রভাব সৃষ্টি হবে।
তবে এবারই প্রথম নয়, এর আগেও ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হন অমর্ত্য সেন। নোট বাতিলের সিদ্ধান্তকে মোদির স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সিদ্ধান্ত বলেও অভিহিত করেন তিনি।


এদিকে শুক্রবারই নেট বাতিলের সিদ্ধান্তের ৫০ দিন পূর্ণ হল। সেই সঙ্গে দেশটির ব্যাংক ও পোস্ট অফিসে বাতিল ৫০০ ও ১০০০ রুপির নোট জমা দেয়ার এদিন ছিল শেষ দিন। এরপর থেকে কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া আর পুরোনো নোট বদল করা যাবে না। এমনকি ১০টির বেশি পুরোনো নোট থাকলে জরিমানা গুণতে হবে।


বিবার্তা/ডিডি/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com