অর্থলগ্নিকারী সংস্থা রোজভ্যালির আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তৃণমূল সংসদ সদস্য তাপস পালকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন কেন্দ্রিয় তদন্তকারী সংস্থার (সিবিআই) বিশেষ আদালত।
শনিবার দুপুরে ভুবনেশ্বরের খুরদায় বিশেষ আদালত এ নির্দেশ দেন। এদিন প্রায় ৪৫ মিনিট শুনানি চলে। তার কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর চাওয়া হলেও তিনি প্রায় নীরবই ছিলেন। বিচারকের সামনে নিজেকে নির্দোষ বলেও দাবি করেন তিনি।
শুনানি চলাকালে উইটনেস বক্সে কেঁদে ফেলেন তাপস পাল। তবে তাপসকে কাঁদতে দেখে বিচারক বসে যেতে বলেন। আদালতে শুনানি চলাকালে সেখানে উপস্থিত ছিলেন তাপসের স্ত্রী নন্দিনী পাল। আগামী মঙ্গলবার ফের তাকে আদালতে তোলা হবে।
শুক্রবারই তাপস পালকে আটক করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সকালে তাকে সল্টলেকের সিবিআই দফতরে ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে সিবিআই কর্মকর্তারা। কিন্তু তার বয়ানে অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। এরপর শনিবার ভোরে তাপসকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। রোজভ্যালির বিরুদ্ধে সিবিআই ভুবনেশ্বরের আদালতেই মামলা দায়ের করেছে।
এদিন সিবিআইয়ের আইনজীবী অরুণ আচার্য জানান, তাপস পাল একজন সাংসদ ও সেলিব্রিটি হওয়ার কারণে তাকে ফাসানো হয়েছে।
বিবার্তা/ডিডি/আকবর/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]