শিরোনাম
এবার ৫০-২০ টাকার নোটও মিলবে এটিএম বুথে
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৬, ১২:৫৯
এবার ৫০-২০ টাকার নোটও মিলবে এটিএম বুথে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে নোট বদলের সিদ্ধান্তের এক সপ্তাহ পার হলেও পরিস্থিতি এখনও অস্বাভাবিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রের ব্যর্থতায় জনমনে বাড়ছে ক্ষোভ। ৫০০ ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর থেকে দেশটি জুড়ে নগদের হাহাকার। অচল নোট পাল্টাতে তড়িঘড়ি ব্যাংকে ছুটেছেন সাধারণ মানুষ। তবে পর্যাপ্ত নতুন নোট ব্যাংক ও এটিএমে না থাকায় হয়রানি বেড়েছে মানুষের। রাতারাতি নগদের আকালে বন্ধ বেচাকেনা, বন্ধ ব্যবসা।

 

সোমবার সাধারণ মানুষের দুর্ভোগ মেটাতে ও পরিস্থিতির মোকাবিলা করতে অনেকগুলো পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এবার গ্রাহকদের সুবিধার্থে এটিএমে মিলবে ৫০ ও ২০ টাকার নোট। সোমবার এমনটিই ঘোষণা দিয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য।

 

এটিএমে মিলছে না পর্যাপ্ত টাকা একথা স্বীকার করে অরূন্ধতী ভট্টাচার্য বলেন, নভেম্বরের মধ্যেই সমস্যা মিটবে। সব এটিএমে ৫০০ ও দুই হাজারের নোট পাওয়া যাবে। তিনি বলেন, ব্যাংকগুলোতে জমছে নগদ টাকা। খুব তাড়াতাড়ি কমতে পারে সুদের হার। পাশাপাশি তিনি আরো জানান, ধীরে ধীরে কমছে মানুষের আতঙ্ক। ব্যাংকের উপর আস্থা বাড়ছে গ্রাহকদের।

 

এটিএমগুলোতে থেকে যাতে নতুন নোট পাওয়া যায় সেই প্রস্তুস্তি চলছে জোর কদমে ৷ ‘রিক্যালিব্রেশন’ হওয়ার পর মঙ্গলবার বা বুধবার থেকেই এটিএমগুলোতে মিলবে নতুন ২০০০ টাকার নোট ৷ দেশের এই পরিস্থিতে দ্রুত সাধারণ মানুষের কাছে নগদ টাকা পৌঁছে দিতে ব্যাংক-ডাকঘরের সঙ্গে সঙ্গে এটিএম পরিসেবাকেও স্বাভাবিক করতে জোর দিচ্ছে কেন্দ্র।

 

সোমবার সাংবাদিক বৈঠকে দেশটির কেন্দ্রীয় অর্থসচিব জানান, এটিএমের প্রযুক্তিগত বদল প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন মাইক্রো এটিএম আনা হচ্ছে। ব্যাংক-ডাকঘরে আরো টাকা পাঠানো হচ্ছে। আজ বা কালই এটেএমে নতুন নোট পাবেন গ্রাহকরা। দ্রুত এই কাজ শেষ করতে আরবিআই ডেপুটি গর্ভনরের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠিত হয়েছে।

 

অর্থসচিব আরো জানান, ব্যাংক ও এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। একইসঙ্গে কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। ব্যাংকে থাকা কারেন্ট অ্যাকাউন্ট থেকে এককালীন ৫০ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে। সপ্তাহে তোলা যাবে সর্বোচ্চ ২৪ হাজার টাকা। এতদিন ব্যাংক অ্যাকাউন্ট থেকে এককালীন ১০ হাজার টাকা ও সপ্তাহে সর্বোচ্চ ২০ হাজার টাকা তোলা যেত।

 

সরকারের নতুন ঘোষণা অনুসারে, একবারেই ২৪ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে। এটিএম থেকে দৈনিক দুই হাজারের বদলে তোলা যাবে আড়াই হাজার। টাকা বদলানোর ঊর্ধ্বসীমাও চার হাজার থেকে বেড়ে সাড়ে চার হাজার টাকা হয়েছে।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com