শিরোনাম
নোট বাতিলের প্রতিবাদে মমতার কবিতা
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৬, ১৫:০০
নোট বাতিলের প্রতিবাদে মমতার কবিতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম থেকেই নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে বিজেপির পাল্টা কটাক্ষও শুনতে হয়েছে তাকে। তাতে অবশ্য দমে যাননি তিনি। এবার নোট বাতিলের প্রতিবাদে একটি কবিতাই লিখে ফেলেছেন। সেই কবিতা টুইটও করেছেন।


মমতা তার এই কবিতায় বারবার বিদ্ধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অবশ্য কবিতার মধ্যে সরাসরি কোথাও নরেন্দ্র মোদির নাম নেননি। তার সঙ্গে উঠে এসেছে নোট বাতিলের জেরে সাধারণ মানুষের হয়রানির প্রসঙ্গ। কালো টাকা থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসহিষ্ণুতার অভিযোগ, মমতার কবিতার প্রতিটি লাইনে উঠে এসেছে।


কবিতার মধ্যেও মমতার অভিযোগ, হঠাৎ এই সিদ্ধান্তে আসলে একশ্রেণির মানুষের সুবিধে হয়েছে, আর বিপদে পড়েছে গরিব এবং মধ্যবিত্তরা। পরোক্ষভাবে মোদিকে ‘স্বৈরাচারী’ বলেও আক্রমণ করেছেন মমতা। কবিতায় মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে মানুষের লক্ষ্মীর কলসও ভাঙতে হয়েছে। মজুররা বেতন পাচ্ছেন না। পরিস্থিতি যা, তাতে মনে হচ্ছে গরিবদের ঘরেই কালো টাকা রয়েছে। আর কেউ কেউ ‘মহারাজ’ সাজছেন।

 

কবিতার শেষ দিকে অবশ্য কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মমতা। ‘তিন তালাক’-এর প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, এমন জনবিরোধী সিদ্ধান্ত যারা নিয়েছে, আগামী দিনে তাদের প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ।

 

দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই কবিতা-

 


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com