শিরোনাম
কলকাতায় আটক জেএমবি জঙ্গিদের কারাগার বদল
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৬, ২১:৫২
কলকাতায় আটক জেএমবি জঙ্গিদের কারাগার বদল
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গত সেপ্টেম্বরে ভারতের কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে আটক ছয় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি সদস্যর কারাগার বদল করা হয়েছে।


নিরাপত্তার কারণে বুধবার কলকাতার প্রেসিডেন্সি কারাগার থেকে তাদের আলিপুর ও দমদম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।


সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ভোপালের কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তারক্ষীকে খুন করে সিমি’র আট জঙ্গি পালিয়ে যায়।পরে তারা নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।


পশ্চিমবঙ্গের কারা মন্ত্রণালয়ের অতিরিক্ত ডিজি অরুণ গুপ্তা জানান, তারা ছয় জেএমবি জঙ্গিকে আলিপুর ও দমদম সংশোধনাগারে স্থানান্তরিত করেছেন। তবে এর সাথে ভোপালের জেল ভাঙার কোনো সম্পৃক্ততা নেই।


গত ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ ও অসম থেকে জেএমবি’র ছয় সদস্যকে আটক করে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। এর মধ্যে পাঁচ জনের বিরুদ্ধেই ২০১৪ সালের অক্টোবরে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


পুলিশ সূত্রে খবর, গত মাসে বাংলাদেশ পুলিশের একটি দল পশ্চিমবঙ্গে জেএমবি’র সেকেন্ড ইন কমান্ড মাওলানা ইউসুফ, জাহিদুল শেখ ওরফে জাফর ওরফে জাবিরুল, মো. রফিক, শাহিদুল ওরফে শামিন এবং আবদুল কালাম ওরফে কালিমকে জিজ্ঞসাবাদ করে।


দুই বছর আগে সেই খাগড়াগড় বিস্ফোরণে নিহত হয় দুই জেএমবি’র জঙ্গি। এরপর এনআইএ তদন্তে বেরিয়ে আসে ভারতের মাটিতে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে নাশকতা ঘটানো এবং সেদেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার মতো ষড়যন্ত্র ছিল।


এরপর বিভিন্ন নাশকতামূলক কাজে জেএমবি জঙ্গিদের সম্পৃক্ততা ও তাদের আয়ের উৎস খুঁজতে এনআইএ এবং বাংলাদেশ পুলিশ একযোগে কাজ শুরু করে।


বিবার্তা/ডিডি/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com