শিরোনাম
কালীঘাটের বাড়িতে কালীপূজায় মাতলেন মমতা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৬, ১৪:৩১
কালীঘাটের বাড়িতে কালীপূজায় মাতলেন মমতা
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রতি বছরের মতো এবারও দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে কালীপূজা উদযাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়। পূজা উপলক্ষে লাল-নীল-হলুদ আলোকমালায় সেজে উঠেছিল গোটা বাড়ি।  

 

১৯৭৮ সালে প্রথমবার কালীপূজা হয় মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে। সেই থেকে প্রতি বছর হয়ে আসছে শক্তির আরাধনা। শনিবার সন্ধ্যা থেকে পূজা শুরু হয়, চলে গভীর রাত পর্যন্ত। প্রতিবারের মতো এবারও মায়ের জন্য খিচুরি ভোগ তৈরি করা, পূজার প্রস্তুতি সবকিছুই মমতা নিজেই তদারকি করেন।  

 

রাজ্যের প্রশাসনিক প্রধানের বাড়িতে পূজা তাই প্রশাসনিক ও রাজনৈতিক অতিথিদের ভিড়ও লেগেই ছিল। রাজ্যটির প্রধানসচিব বাসুদেব বন্দোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি সুরজিত কর পুরকায়স্থ, রাজ্যের বিদ্যুৎমন্ত্রী ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ-অভিনেতা দেব ও অভিনেত্রী নুসরাত জাহান, সকলেই আসেন মমতার বাড়ির পূজায়।

 

পূজা উপলক্ষে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন শহরের ‘নবনীড়’ বৃদ্ধাশ্রমের বয়স্করা। দিদির পূজায় উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষও। মুখ্যমন্ত্রীও সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

তবে এত কিছুর মধ্যে বিষাদের সুর ছিলই। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বাড়ির ছেলে মুখ্যমন্ত্রীর ভাতিজা তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। তাই অভিষেকের মেয়ে আজানিয়ার সঙ্গেই এদিন বেশ কিছুটা সময় কাটান মমতা।

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com