শিরোনাম
‘বাংলাদেশে হিন্দুরা নিরাপদেই আছেন’
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ০৯:২০
‘বাংলাদেশে হিন্দুরা নিরাপদেই আছেন’
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিজেপি রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী রূপা গাঙ্গুলী বলেছেন, ‘বাংলাদেশেম বসবাসরত হিন্দুরা নিরাপদেই আছেন এবং হিন্দুরা যাতে সেখানে শান্তিতে বাস করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংখ্যালঘুদের মধ্যে যারা হামলার শিকার হয়েছেন তাদেরকে সরকার চিহ্নিত করেছে এবং সরকারের তরফে পরিস্কার করে বলে দেয়া হয়েছে, দোষীদের কোনোমতেই ছেড়ে দেয়া হবে না।’

 

বাংলাদেশ সফর শেষে মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।  

 

সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে যোগ দিতে বাংলাদেশ সফর করেন বিজেপি’র এ সাংসদ। বাংলাদেশ সফরকালে সেখানে একাধিক হিন্দু মন্দিরও পরিদর্শন করেন। সেখানে কোনোরকম সমস্যার মুখোমুখি হননি বলেও জানান রূপা।

 

অভিনেত্রী এ সাংসদ বলেন, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনা। সন্ত্রাস দমনে সেদেশের সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলেও এদিন কলাকাতায় সাংবাদিকদের জানান রূপা গাঙ্গুলী।

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com