শিরোনাম
ভূমির অধিকার প্রতিষ্ঠায় দলিত ব্যক্তির আত্মাহুতি
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ০০:২৬
ভূমির অধিকার প্রতিষ্ঠায় দলিত ব্যক্তির আত্মাহুতি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের পশ্চিমাঞ্চলে ভূমির অধিকারের দাবিতে আত্মহত্যা করেছেন বিক্ষোভ আন্দোলনের কর্মী এক দলিত ব্যক্তি। ভূমির অধিকারের দাবিতে নিম্নবর্গের মানুষের এই আন্দোলন পুরো ভারতেই ছড়িয়ে পড়েছে।


এই সপ্তাহের শুরুতে গুজরাট রাজ্যের জুনাগাথে তিন দলিত ব্যক্তি ভূমির অধিকারের দাবিতে বিষপানে আত্মহত্যা করেন।এদের মধ্যে পর্বত পরমার হাসপাতালে মারা যান। বাকি দুইজনের আশঙ্কামুক্ত হয়েছেন বলে জানান জেলা সরকারি কর্মকর্তারা।


এই মাসে চার দলিত তরুণ উচ্চবর্ণের হিন্দুদের হাতে শারীরিক নিপীড়নের শিকার হন। একটি মৃত গরুর চামড়া ছাড়ানোর দায়ে তাদের ওপর চড়াও হয় ওই উচ্চবর্ণের হিন্দুরা।


পারমার ও তার সঙ্গীদের ক্ষেত্রেও ঘটেছে নিপীড়নের ঘটনা। তাদের পূর্বপুরুষদের কাছ থেকে জমি চাষের অধিকার কেড়ে নেওয়া হয়। দুই দশক আগের দখলকৃত ওই ভূমির অধিকারের দাবিতে তারা এখনো আন্দোলন করে যাচ্ছেন বলে জানায় স্থানীয় সংবাদপত্র।


ন্যাশনাল ক্যাম্পেইন ফর দলিত হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা পল দিবাকর বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত নৃশংস। সরকার দলিতদের ভূমির অধিকার আইন প্রণয়ন ও প্রয়োগ করতে বিলম্ব করছে। অথচ এই আইনই পারে তাদের নিপীড়ন ও শোষণ থেকে রক্ষা করতে।’ সূত্র: রয়টার্স



বিবার্তা//ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com