শিরোনাম
নতুন দল গড়লেন শর্মিলা চানু
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ২২:৪৯
নতুন দল গড়লেন শর্মিলা চানু
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী বছরেই মণিপুরে বিধানসভার নির্বাচন। তার আগেই নতুন দল গড়লেন মণিপুরের মানবাধিকার কর্মী ও আয়রন লেডি খ্যাত ইরম শর্মিলা চানু (৪৪)।


মঙ্গলবারই ইম্ফলে সংবাদ সম্মেলন করে ‘পিপলস রিসারজেন্স জাস্টিস অ্যালায়েন্স(পিআরজেএ)’ নামে নতুন দলের ঘোষণা দেন তিনি। বিধানসভা নির্বাচনে এই দলের হয়েই লড়তে চলেছেন আয়রন লেডি।


এদিন শর্মিলা জানান, আমাদের উদ্দেশ্য হবে গণতন্ত্রের আসল অর্থ তুলে ধরা যেখানে সকলে ন্যায় বিচার পাবেন। তাই এই পরিবর্তন আনতে মানুষের সমর্থন দরকার।


গত অগাস্টে দীর্ঘ ১৬ বছরের অনশন ভাঙেন শর্মিলা। মণিপুরসহ উত্তরপূর্বের উপজাতি অধ্যুষিত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর অত্যাচারের বিরুদ্ধে ২০০০ সাল থেকে অনশন চালিয়ে আসছিলেন তিনি। তবে অনশন ভাঙলেও সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহারের দাবিতে তার আন্দোলন চলবে বলে জানিয়েছিলেন শর্মিলা।


রাজনৈতিক ময়দানে নেমে ওই আইন প্রত্যাহার নিয়ে লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন আয়রন লেডি। একসময় মণিপুরের মুখ্যমন্ত্রী হওয়ারও ইচ্ছা প্রকাশ করেন শর্মিলা।


২০০০ সালের ২ নভেম্বর ইম্ফল বিমানবন্দরের কাছে একটি বাস স্ট্যান্ডে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারায় শিশুসহ ১০ জন সাধারণ মানুষ। এরপর ৪ নভেম্বর থেকেই মণিপুরে ভারতীয় সেনার বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা (এএফএসপিএ) প্রত্যাহারের দাবিতে অনশনে বসেন শর্মিলা।


বিবার্তা/ডিডি/মনোজ/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com