শিরোনাম
‘আম্মা’র জন্য কাঁটাতারে শুয়ে প্রার্থনা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১২:০৩
‘আম্মা’র জন্য কাঁটাতারে শুয়ে প্রার্থনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা এতটাই জনপ্রিয় যে তার ভক্তকুল তাকে ‘আম্মা’ নামে ডাকেন। গত ২২ সেপ্টেম্বর জ্বর ও ডিহাইড্রেশন নিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার দ্রুত আরোগ্য কামনায় তার ভক্তকুল ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছেন এক নাগারে।   

 

বিশেষ পূজার আয়োজন করা, মোমবাতি জ্বালানো ‘আম্মা’র আরোগ্য কামনায় এসব এখন রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে তামিলনাড়ুবাসীর কাছে। তবে এবার আর প্রার্থনাতে সীমাবদ্ধ নেই তারা। দলের এক সদস্য তার প্রিয় ‘আম্মা’র আরোগ্য কামনায় প্রায় ২৪ ঘণ্টা কাঁটাতারে শুয়ে প্রার্থনা করেছেন।


‘পেচিয়ামাম’ ঠাকুরের কাছে প্রার্থনা করছেন এআইডিএমকের এই সদস্য। প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি কাঁটার বিছানা বানিয়ে শুয়ে তার প্রার্থনা চালিয়েছেন। পাঁচ ধরনের কাঁটা রয়েছে সেই বিছানায়,তার মধ্যে রয়েছে কিছু যন্ত্রণাদায়ক ও বিষাক্ত কাঁটাও।  

 

এমনকি তামিলনাড়ুর মন্ত্রী সেলুর রাজুও ‘পেচিয়ামাম’ মন্দিরে গিয়েছিলেন ‘আম্মা’র আরোগ্য কামনায়। সূত্র: ইন্ডিয়া টুডে

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com