শিরোনাম
গোটা কাশ্মীরই ভারতের: মোহন ভাগবত
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৩:৩৭
গোটা কাশ্মীরই ভারতের: মোহন ভাগবত
ফাইল ছবি
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাক শাসিত মীরপুর, মুজাফ্ফরবাদ এবং গিলগিট-বালচিস্তানসহ গোটা কাশ্মীরই ভারতের অংশ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার বিজয়া দশমী এবং আরএসএস’র ৯১তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে ভারতের নাগপুরে দলের সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


সাম্প্রতিককালে কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে জঙ্গি হামলা ও ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর এদিন কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খোলেন ভাগবত। তিনি বলেন, ‘কাশ্মীরে যেকোনো ধরনের অস্থিরতা ও গোলমালের পেছনে মদত দেয়া হচ্ছে সীমান্তের ওপার থেকে এবং আমাদের সরকার এর বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়েছে।’


নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনা অভিযান নিয়েও মুখ খোলেন তিনি। ভাগবত বলেন, ‘কেন্দ্রীয় সরকার অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে। এই সরকারের নেতৃত্বে আমাদের সেনারা যেভাবে তাদের সাহসের পরিচয় দিয়েছে, তাতে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।‘


নাম না করে পাকিস্তানের উদ্যেশ্যে কড়া বার্তা দিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, ‘সার্জিক্যাল অ্যাটাকের মাধ্যমে তাদের (পাকিস্তান) একটা বার্তা দেয়া গেছে যে, সহ্যের একটা সীমা রয়েছে’।


ভারতের গোরক্ষকদের পাশেও দাঁড়ান ভাগবত। তিনি বলেন, ‘গরু আমাদের মা এবং যে গোরক্ষকরা মাকে রক্ষা করার জন্য কাজ করছেন, তারা সকলেই খুব ভালো মানুষ। তারা সকলে আইন মেনেই তাদের কাজ করছেন। গোরক্ষা দেশের পক্ষে অত্যন্ত ভালো উদ্যোগ। এটা মনে রাখতে হবে, দেশের অনেক কৃষকই এই গরুর ওপর নির্ভরশীল। যদিও দেশে কিছু মানুষ আছেন যারা গোরক্ষার নামে অশান্তি তৈরির করা চেষ্টা করছে এবং তাদেরকে প্রকৃত গোরক্ষকদের থেকে আলাদা রাখা উচিত। ’


জাতির ভিত্তিতে সমাজের যে বিভেদ তা নিয়েও এদিন সরব হয়েছেন মোহন ভাগবত। তিনি বলেন, ‘জাতি, বর্ণ, ভাষাভাষির কারণে সমাজে যে বিভেদ তৈরির ঘটনা ঘটছে তা অত্যন্ত লজ্জাজনক।’


বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com