শিরোনাম
উত্তরপ্রদেশে পদদলিত হয়ে নিহত ২
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৬:২৮
উত্তরপ্রদেশে পদদলিত হয়ে নিহত ২
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের উত্তরপ্রদেশের লখনউতে বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতীর সভায় পদদলিত হয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৩ জন।


রবিবার বহুজন সমাজ পার্টি’র প্রতিষ্ঠাতা কাঁশী রামের ১০ম মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে লখনউয়ের কাঁশীরাম স্মারক স্থলের ১ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন কয়েকশত মানুষ। সেসময় প্রচণ্ড হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যু হয় দুই নারীর।


ভারতীয় রাজনীতির ‘বহেনজি’ বলে খ্যাত মায়াবতীর ভাষণ শোনার জন্যই এদিন প্রায় এক লাখ মানুষ জড়ো হয়েছিলেন। একসময় সভাস্থলের ভেতরে ঢোকার জন্য বিশৃঙ্খলা তৈরি হয়। এরই মধ্যে ভেতরে প্রবেশের সময়ই দুই বৃদ্ধা মাটিতে পড়ে গেলে তার ওপর দিয়েই আরো কয়েকজন প্রবেশ করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের লোকবন্ধু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।


বাকি আহতদেরকেও বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে নয়জনের অবস্থা সঙ্কটজনক। নিখোঁজ রয়েছে প্রায় শতাধিক মানুষ, যার মধ্যে অনেক শিশুও আছে বলে জানা যায়। প্রশাসন সূত্রমতে, অতিরিক্ত ভিড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।


এদিকে পরে ভাষণ রাখতে গিয়ে মায়াবতী উত্তরপ্রদেশের শাসকদল সমাজবাদী পার্টি (এসপি) ও কেন্দ্রের মোদি সরকারকে তোপ দাগেন। তিনি বলেন, ‘কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু মানুষদের নির্যাতন করা হচ্ছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যলয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সংখ্যালঘু তকমা কেড়ে নেয়া হচ্ছে। সাম্প্রদায়িক শক্তি আরো শক্তিশালী হচ্ছে এবং লাভ জিহাদ, গোরক্ষা কমিটি ও ধর্মান্তকরণের নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। তাই বিজেপিকে ঠেকাতে সমাজবাদী পার্টি কিংবা কংগ্রেসকে ভোট না দিয়ে বিএসপিকে ভোট দেয়ার আর্জি জানান তিনি।


বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com