শিরোনাম
নওগামে পাক গ্রেনেড উদ্ধার
পাকিস্তানই অস্ত্র দিচ্ছে জঙ্গিদের: ভারত
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১২:৩১
পাকিস্তানই অস্ত্র দিচ্ছে জঙ্গিদের: ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের সরকারি অস্ত্রাগার থেকেই জঙ্গিরা তাদের রসদ সংগ্রহ করছে। পাক-ভারত ছায়াযুদ্ধের মাঝে এমনই অভিযোগ করে শনিবার বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।


বৃহস্পতিবার পাক অধিকৃত কাশ্মীর থেকে নওগাম সেক্টর দিয়ে অনুপ্রবেশকারী চার জঙ্গিকে হত্যা করে ভারতীয় সেনারা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওই জঙ্গিদের কাছ থেকে যে হ্যান্ড গ্রেনেডগুলো পাওয়া গেছে, সেগুলোতে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির নামাঙ্কণ রয়েছে।


যেকোনো দেশের মতোই পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরির কাজ হলো দেশের পুলিশ এবং সেনার জন্য অস্ত্র বানানো। কাজেই জঙ্গিদের থেকে পাওয়া হ্যান্ড গ্রেনেড স্পষ্ট করে দিল, পাক সেনার কাছ থেকেই অস্ত্র পাচ্ছে সে দেশের জঙ্গিরা।


তাদের কাছ থেকে পাওয়া ওষুধপত্র, খাবারের প্যাকেটেও রয়েছে ‘মেড ইন পাকিস্তান’ ছাপ। ছয়টি প্লাস্টিক এক্সপ্লোসিভ স্ল্যাব, ছয় বোতল পেট্রোলিয়াম জেলি, বেশ কয়েক বোতল দাহ্য তরল এবং একাধিক লাইটারসহ বেশ কিছু বিস্ফোরকও উদ্ধার হয়েছে ওই জঙ্গিদের কাছ থেকে।


প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সাধারণত পাকিস্তানের সরকারি অস্ত্রাগার থেকে যে অস্ত্র ওরা জঙ্গি সংগঠনগুলোকে দেয়, সেগুলোর ট্রেডমার্ক তুলে দেয়। কারণটা সহজবোধ্য, যাতে ধরা পড়লে ইসলামাবাদের দিকে আঙুল না ওঠে। কিন্তু এবার ওরা আর সেটা করে উঠতে পারেনি।’


কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, জঙ্গিদের সঙ্গে পাক সরকারের যোগসূত্রের এই প্রমাণ আদৌ নতুন কিছু নয়। এর আগে একাধিকবার বিভিন্ন ঘটনায় এই বিষয়টি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে।


এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে পাক-ভারত সম্পর্ক এবং কাশ্মীর প্রসঙ্গ বেশ উত্তপ্ত। আন্তর্জাতিক মহলে রীতিমতো কোণঠাসা পাকিস্তান। ঘরোয়া রাজনীতিতে কোণঠাসা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও ভারত-নীতির প্রশ্নে আঙুল তুলেছেন পাক সেনার দিকে। ভারতও ‘সার্জিক্যাল স্ট্রাইক’র পর নতুন করে হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় নওগামের এই তথ্য নিঃসন্দেহে আগুনে ঘি ঢেলে দিল।


উত্তেজনা বাড়ছে কাশ্মীর এবং নিয়ন্ত্রণরেখায়। শনিবার পুঞ্চ এলাকার মেনধার সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে এক ভারতীয় সেনা আহত হয়েছেন। ওইদিন নিয়ন্ত্রণরেখার কাছের এই এলাকাটিতে লাগাতার গুলি চালিয়ে গেছে পাক বাহিনী। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনারাও।


রাজনৈতিকভাবে ভারতীয় নেতৃত্ব এই সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে প্রতিক্রিয়া না দিলেও তোপ দেগেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান অরূপ রাহা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাকিস্তান যেভাবে আক্রমণ শানাচ্ছে, তার যোগ্য জবাব দেয়া হবে।


বিমান বাহিনীর ৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে অরূপ রাহা বলেন, ‘ভারতের সর্বত্র এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সমাজের প্রত্যেক স্তরের মানুষ এ ব্যাপারে তাদের মতামত জানাচ্ছেন। দেশ যা চাইছে, তা মানুষের হাতে তুলে দেয়াই উচিত ভারতীয় সেনার। আমরা এই নিয়ে আর কথা বলব না। শুধু মাত্র করে দেখাব।’


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com