শিরোনাম
জয়ের নির্দেশনায় সিনেমায় ছন্দা ও অর্ষা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ২১:০৬
জয়ের নির্দেশনায় সিনেমায় ছন্দা ও অর্ষা
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

এর আগে শাহরিয়ার নাজিম জয় বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও এখন পর্যন্ত একটিমাত্র চলচ্চিত্র নির্মাণ করেছেন। নাম ‘প্রার্থনা’। এটি গত বছর মুক্তি পায় ছবিটি।


অভিনেতা হিসেবে জয়ের যে খ্যাতি রয়েছে, একজন গল্প লেখক হিসেবেও তার বেশ সুনাম রয়েছে। এক বছর বিরতির পর জয় আবারো নতুন চলচ্চিত্রের নির্মাণ কাজ শুরু করেছেন।


তবে প্রথম সিনেমার গল্পের চেয়ে তার দ্বিতীয় সিনেমার গল্প নিয়ে জয় একটু বেশি সিরিয়াস এবং আশাবাদী। জয় তার দ্বিতীয় সিনেমার নাম দিয়েছেন ‘অর্পিতা’। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য নির্দেশনা শাহরিয়ার নাজিম জয়ের।


সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। সিনেমার গল্প অর্পিতাকে কেন্দ্র করে হলেও এতে পূজা চরিত্রেরও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান জয়। মূলত অর্পিতা এবং পূজাকে কেন্দ্র করেই সিনেমার গল্প এগিয়ে যায়।


শাহরিয়ার নাজিম জয় বলেন, নিম্ন মধ্যবিত্ত নারীদের জীবনযুদ্ধে জয়ী হওয়ার গল্প নিয়েই অর্পিতা সিনেমার গল্প। গল্পে চরিত্রানুযায়ী ছন্দা এবং অর্ষাকে নিয়ে কাজ করছি। দু’জনই দুটি চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করছেন। একজন কাহিনীকার হিসেবে আমি অনেক সাড়া পেয়েছি, প্রশংসিতও হয়েছি। যেহেতু অর্পিতা’র গল্প আমারই লেখা, তাই এটি নির্মাণক্ষেত্রে আমার সর্বোচ্চ চেষ্টা আছে ভালোভাবে নির্মাণ করার। আর শেষতক আমি কৃতজ্ঞ ইমপ্রেস পরিবার, ফরিদুর রেজা সাগর ভাই এবং ইবনে হাসান খান ভাইয়ের প্রতি।


গোলাম ফরিদা ছন্দা বলেন, যেহেতু আমার এটা প্রথম সিনেমা, তাই আমি অনেক বেশি উচ্ছ্বসিত। গল্পটা আমার কাছে এককথায় অসাধারণ লেগেছে। যদি যথাযথভাবে কাজটা শেষ করা যায় তাহলে আমি মনেকরি দর্শকের কাছে এটি বেশ গ্রহণযোগ্যতা পাবে। জয়ের নির্দেশনায় এটা আমার প্রথম কাজ। তাই সবদিক মিলিয়ে আশা করছি ভালো কিছুই হবে।


গত ২৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরায় এর শুটিং শুরু হয়েছে। এতে পূজা চরিত্রে অভিনয় করছেন অর্ষা।


অর্ষা বলেন, যদি সত্যি কথা বলতে হয় তাহলে বলবো সিনেমা এবং নাটকের মধ্যে অনেক পার্থক্য। আমি প্রথম দিন বুঝতেই পারিনি যে কী করছি আমি। অনুভূতিটা আমার কাছে মিশ্র মনে হচ্ছিলো। যে কারণে বারবার মনে হচ্ছিলো যে অভিনয় কী পারছি আমি! কিন্তু শেষমেষ ভালোভাবেই শেষ করলাম প্রথম দিনের কাজ।


শাহরিয়ার নাজিম জয় জানান, আগামী নারী দিবসে সিনেমাটি মুক্তি পাবে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘অর্পিতা’র সিনেমাটোগ্রাফি করছেন গোলাম মোস্তফা বাচ্চু।


সিনেমাটিতে আরো অভিনয় করছেন ড. এনামুল হক, এস এম মোহসীন, শবনম পারভীন প্রমুখ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করভেন জয় নিজেও।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com