শিরোনাম
ফেসবুকে বিপাশায় হায়াতের অনেক ভুয়া একাউন্ট
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ২০:৩৮
ফেসবুকে বিপাশায় হায়াতের অনেক ভুয়া একাউন্ট
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

গুণী অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াতের বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের ছবি এবং তার ব্যক্তি জীবনের নানান তথ্য ব্যবহার করে ফেসবুকে তার নামে প্রায় দশটিরও বেশি ভুয়া একাউন্ট রয়েছে। যার একটির সাথেও কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বিপাশা হায়াত নিজেই।


বিপাশা হায়াতের নামে সেসব প্রতারণা মূলক আইডিতে গিয়ে দেখা যায় প্রতিদিনই কোনো না কোনো ছবি আপলোড করা হচ্ছে, আবার বিভিন্ন ধরনের রাজনৈতিক, ধর্মীয় এবং ব্যক্তিগত স্ট্যাটাসও দেয়া হচ্ছে। সেসব স্ট্যাটাসে আবার বিভিন্ন জনের মন্তব্যও পাওয়া যায় যা রীতিমতো বিভ্রান্তিকর বলে জানান বিপাশা হায়াত।


শুধু তাই নয়, সেসব একাউন্ট-থেকে নিয়মিত চ্যাটও করা হচ্ছে। এসব ফেসবুক ভুয়া একাউন্টে যে বিপাশা হায়াতকে উপস্থাপন করা হচ্ছে তাতে বিপাশা হায়াতের ব্যক্তি ইমেজকে ক্ষুন্ন করা হচ্ছে। আর এ নিয়েই বিব্রত’কর পরিস্থিতির মধ্যে আছেন বিপাশা হায়াত।


বিপাশা হায়াত বলেন, যেসব প্রতারণামূলক একাউন্ট আছে আমার নামে, সেগুলোতে আমাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তাতে সত্যিই বিব্রত আমি। বিভিন্ন অনুষ্ঠানে ফেসবুক নিয়ে প্রশ্নের সম্মুখীন হই আমি। ফেসবুকে আমার একটি মাত্রই একাউন্ট আছে, যার সাথে শুধু আমার পরিচিতজনরাই সম্পৃক্ত আছেন।


তারকাদের নামে প্রতারণা মূলক আইডি প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ফেসবুকে তারকাদের পরিচয় দিয়ে ভুয়া একাউন্ট করার ঘটনা নতুন নয়। কেউ যদি বিটিআরসির মাধ্যমে অভিযোগ করেন, তাহলে আমরা ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়ে দিয়ে তা বন্ধ করার চেষ্টা করি। এর আগেও আমরা এমনভাবে বন্ধ করেছি। কিন্তু তার কিছুদিন পর আবার একই ঘটনা দেখা যায়। তবে সবচেয়ে ভালো হয় যদি কারো নিজস্ব একাউন্ট থাকে তাহলে তা ফেসবুক থেকে ভেরিফাইড করে নেয়া।


উল্লেখ্য শুধু বিপাশা হায়াতই নন, মিডিয়ার এমন আরো অনেক ব্যক্তি আছেন যাদের নামে এমন অনেক প্রতারণামূলক একাউন্ট আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়গুলোতে কড়া নজরদারি রাখার বিনীত আহবান জানিয়েছেন শিল্পীরা। বিপাশা হায়াত সর্বশেষ গত ঈদে গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় ‘ডুয়েল প্লে’ নাটকে অভিনয় করেছিলেন। তার আগের ঈদে নিজের লেখা ও আরিফ খানের নির্দেশনায় ‘রূপালী দিনের গল্প’ এবং ‘পাখিরা কথা কয় পরস্পর’ নাটকে অভিনয় করেন।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com