শিরোনাম
ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন আজিজুর-মোস্তফা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৭:৫০
ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন আজিজুর-মোস্তফা
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক ফজলুল হক স্মরণে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’ ২০০৪ সাল থেকে প্রতি বছর দুইজন ব্যক্তিত্বকে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রদান করে থাকেন। এ বছর পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র পরিচালনায় আজিজুর রহমান এবং চলচ্চিত্র সাংবাদিকতায় মোস্তফা জব্বর।


প্রতিটি পুরস্কারের অর্থমূল্য হচ্ছে ২৫ হাজার টাকা, সাথে সম্মাননাপত্র ও ক্রেস্ট। প্রখ্যাত কথাসহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেছেন। ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার ও অর্থমূল্য তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং সভাপতি সৈয়দ সালাহউদ্দিন জাকী।


পুরস্কার প্রাপ্তরা সরাসরি ফজলুল হকের সাথে কাজের সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ফজলুল হকের অসমাপ্ত কাজ তার যোগ্য পরিবারের সদস্যরা যেভাবে করছেন, সত্যি প্রশংসনীয়। তাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হবে।


বক্তারা আরো বলেন, এদেশে যে কাজের স্বপ্ন কেউ যখন দেখেনি তখন তিনি দেখেছেন, চিন্তা করেছেন। কোনোটা সফলভাবে শেষ করেছেন আবার কোনোটা শেষ দেখে যেতে পারেননি। যখন এদেশে সিনেমার জন্মই হয়নি তখন তিনি শুরু করেছিলেন ‘সিনেমা’ পত্রিকার সম্পাদনা। ফজলুল হক আমাদের কর্মে চিন্তা চেতনায় চিরজীবী হয়ে থাকবেন।


অনুষ্ঠানে ফজলুল হক-এর ওপর নির্মিত একটি ডকুমেন্টরি দ্যা ফ্রন্টিয়ার ম্যান দেখানো হয়। যা নির্মাণ করেছেন শহীদুল আলম সাচ্চু এবং আহমাদ মাযহার সম্পাদিত ‘ফজলুল হক: অগ্রগামী স্বাপ্নিক’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।


অনুষ্ঠানে ফজলুল হকেরস্মৃতিচারণ করেন- আলী ইমাম, চিন্ময় মুৎসুদ্দী, গাজী মাজহারুল আনোয়ার, মতিন রহমান, আবদুর রহমান, রেজানুর রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, নুরুল আলম বাবু, ফজলুল হক পরিবারে সদস্য কনা রেজা, ফরহাদুর রেজা প্রবাল, জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু ও কেকা ফেরদৌসী।


এর আগে এ পদক পেয়েছেন- আমজাদ হোসেন, সাইদুল আনাম টুটুল, ফজল শাহাবুদ্দিন, চাষী নজরুল ইসলাম, আহমদ জামান চৌধুরী, হুমায়ূন আহমেদ, রফিকুজ্জামান, সুভাষ দত্ত, হীরেন দে, গোলাম রব্বানী বিপ্লব, আবদুর রহমান, সৈয়দ শামসুল হক, মোরশেদুল ইসলাম, চিন্ময় মুৎসুদ্দী, ই আর খান, অনুপম হায়াৎ, গোলাম সারওয়ার, নাসির উদ্দিন ইউসূফ, নায়করাজ রাজ্জাক, রেজানুর রহমান, সৈয়দ সালাহউদ্দিন জাকী, আরেফিন বাদল, মাসুদ পারভেজ (সোহেল রানা) এবং শহীদুল হক খান।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com