শিরোনাম
সিয়াটলে আয়নাবাজির সেরা সিনেমার খেতাব
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৫:৩৪
সিয়াটলে আয়নাবাজির সেরা সিনেমার খেতাব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেল আয়নাবাজি। সম্প্রতি আয়নাবাজির পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন সিনেমাটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল।


উল্লেখ্য চলচ্চিত্রটি ১৪ অক্টোবর সন্ধ্যায় সিয়াটল আর্ট মিউজিয়ামে উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয় অমিতাভ রেজা চৌধুরীর এই ছবিটি। সিয়াটলে আয়নাবাজির প্রদর্শনীতে সেদিন প্রধান অতিথি ছিলেন এই ছবির প্রধান অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। ১১তম সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব চলে ২২ অক্টোবর পর্যন্ত। দক্ষিণ এশিয়ার যেসব ছবি প্রদর্শিত হয়েছে সেসব দেশের সিনেমার সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরাও উৎসবে উপস্থিত ছিলেন।



পুরস্কার গ্রহণের পর প্রযোজক জিয়াউদ্দিন আদিল জানান, ‘সিনেমাটি বনানোর সময় আমরা জানতাম এটি বাংলাদেশের জন্য বিশ্বখ্যাতি নিয়ে আসবে। আমরা অত্যন্ত আশাবাদী আয়নাবাজি বিশ্বজুড়ে আরও খ্যাতি অর্জন করবে এবং বাংলাদেশের জন্য পুরস্কার বয়ে আনবে।’


সিনেমার পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘যেকোনো পুরস্কাইতো এক ধরনের অনুপ্রেরণা। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পুরস্কা হলো সিনেমা হল থেকে বের হওয়া মানুষগুলোর হাসিমুখ। আয়নাবাজির সব পুরস্কার সারা বাংলাদেশের সিনেমাপ্রেমী মানুষদের।’


আয়নাবাজি ছবিটি মুক্তি পায় গত ৩০ সেপ্টেম্বর। এই ছবিতে চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, বৃন্দাবন দাশ প্রমুখ।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com