শিরোনাম
আবারো বিজ্ঞাপনের মডেল হচ্ছেন পূর্ণিমা
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ২১:১১
আবারো বিজ্ঞাপনের মডেল হচ্ছেন পূর্ণিমা
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

ঈদ উল আযহার পূর্বে পূর্ণিমার একসঙ্গে দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার কথা ছিলো। একটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেছিলেন। সে সময় নাটক টেলিফিল্মে অভিনয় করা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন বিধায় দুটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য সময় দেয়া হয়ে উঠেনি। ঈদ শেষে বেশ কিছুটা সময় পর আবারো বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন পূর্ণিমা।


রবিবার সন্ধ্যার পর রাজধানীর উত্তরার একটি শপিংমলে বিজ্ঞাপনটির শুটিং হবে। একটি বহুজাতিক কোম্পানীর প্লাস্টিক সেলফের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন পূর্ণিমা। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।


পূর্ণিমা বলেন, ‘এরমধ্যে অনেক নাটক টেলিফিল্মে কাজ করার প্রস্তাব এসেছে। কিন্তু এখন আপাতত আর ছোটপর্দায় কাজ করছি না। নিজের মতো করেই সময় কাটাচ্ছি। যেহেতু ঈদের আগেই দুটি বিজ্ঞাপনের কাজ করার কথা ছিলো। কিন্তু সে সময় একটি কাজ করেছি, আরেকটি করিনি। তাই সময় বের করে আরেকটি বিজ্ঞাপনের কাজের জন্য সময় দিয়েছি। বিজ্ঞাপনটির গল্প ভাবনাটা বেশ ভালো। রাতব্যাপী শুটিং হবে। ’


বিজ্ঞাপনটি নির্মাণ করবেন সানবীম আশরাফ। ঈদের আগে একই পরিচালকের নির্দেশনায় পূর্ণিমা মডেল হয়েছিলেন ‘টপার প্রেসার কুকার’র বিজ্ঞাপনে। দুটি বিজ্ঞাপনই একসঙ্গে দেশের সবকটি চ্যানেলে প্রচার শুরু হবে শিগগিরই।


এদিকে আসছে ভালোবাসা দিবসে বিভিন্ন নাটক টেলিফিল্মে কাজ করার প্রস্তাব পেলেও এখনো কোনটিতে কাজ করার জন্য সম্মতি জানাননি পূর্ণিমা। ভালো গল্প না হলে তিনি কাজ করবেন না বলেও জানিয়েছেন।


পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’।


প্রসঙ্গত, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ছবিতে যাত্রা শুরু করেন পূর্ণিমা। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।


বিবার্তা/অভি/মৌসুমী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com