শিরোনাম
ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ২২:৩৭
ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার
ছবি: মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

গাজী মাজহারুল আনোয়ার, একাধারে চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সুরকার, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপাকার, প্রযোজক এবং পরিবেশক। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান স্বাধীন বাংলা বেতারের সূচনা সঙ্গীত ‘জয় বাংলা বাংলার জয়’ ও অন্যান্য সাংস্কৃতিক অবদানের জন্য স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট গোল্ড মেডেল পান তিনি। পরে একুশে পদকও পান তিনি। গীতিকার ৭৩ বছর বয়সী গুণী এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব’র জীবদ্দশায় তাকে নিয়ে ভিন্ন ধরনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


গাজী মাজহারুল আনোয়ারের কন্য দিঠি জানান তারই চাচা ইমরুল আনোয়ারের উদ্যোগ বিশেষ সম্মাননা শীর্ষক সঙ্গীতানুষ্ঠান ‘ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’-এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ৬০টি গান পরিবেশন করবেন কনকচাঁপা, বাদশা বুলবুল, দিঠি আনোয়ার ও অপু। কাল বৃহস্পতিবার রাজধানীর একটি ক্লাবে রাত আটটায় অনুষ্ঠানটির শুভারম্ভ হবে।


অনুষ্ঠানটি প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘এই অনুষ্ঠানের উদ্যোক্তা আমারই ছোট ভাই লিটন। পারিবারিকভাবে তাদের একটা উপলদ্ধি এসেছে যে আমার লেখা হাজার হাজার গান হয়তো বা মানুষের স্মৃতি থেকে মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এদেশে প্রিজারভেশনের জন্য তেমন বিশেষ কোন আর্কাইভ হয়নি। আজকের এই অনুষ্ঠানটি তারই একটি প্রক্রিয়া। এটা যদি ধারাবাহিকভাবে হতে থাকে তবে আগামী প্রজেন্মর কাছে আমাদেও কর্মকাণ্ড পৌঁছাতে থাকবে।’


অনুষ্ঠানটিতে গান গাওয়া প্রসঙ্গে বরেণ্য সঙ্গীতশিল্পী কনকচাঁপা বলেন, ‘গাজী ভাইয়ের লেখা প্রথম আমি প্লে-ব্যাক করি খেয়া ঘাটের মাঝি সিনেমায়। এরপর আরো বেশকিছু গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তবে একটা কথা বলতে চাই, সেটা হলো সাবিনা আপা, শাহনাজ আপার কন্ঠে তার লেখা দেশের গানগুলো ছোটবেলা থেকেই গাইতাম। গাজী ভাইয়ের লেথা দেশাত্ববোধক গানগুলোতে তিনি দেশকে এমনভাবে তুলে ধরেছেন যেন দেশের প্রতিটি মানুষের মনের কথাই তিনি বলেছেন। আমার দুর্ভাগ্য তার লেখা খুব বেশি গান গাওয়ার সৌভাগ্য হয়নি। আজ তাকে শ্রদ্ধা জানিয়ে তারই লেখা গান গাইবো, এটা আমার জন্য অনেক আনন্দের, গর্বের।’


বাবাকে নিয়ে দিঠি বলেন, ‘এমন একজন মানুষের সন্তান আমি যাকে নিয়ে বাংলাদেশ গর্ব করে, যাকে নিয়ে বিশ্ব গর্ব করে। এরচেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কী ই বা হতে পারে। বাবার লেখা গান গাইবো বাবারই সামনে আজ। ভালোভাবে যেন গাইতে পারি এই দোয়াটাই চাই সবার কাছে।’


এদিকে, গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান নিয়ে দেশের বিভিন্ন শিল্পীরা শরীফ মেলামাইন নিবেদিত চ্যানেল আইয়ে প্রচার চলতি ‘পালকি’ অনুষ্ঠানে গাইছেন।


উল্লেখ্য, ১৯৭২ সালের ২৪ সেপ্টেম্বর গাজী মাজহারুল আনোয়ার জোহরা হোসেইন’র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জোহরা হোসেইন তৎকালীন বিটিভির সংবাদ পাঠিকা, মহিলা বিষয়ক সংস্কৃতি অনুষ্ঠানের উপস্থাপিকা, ইস্ট পাকিস্তান স্পোর্টসের রানিং আইটেম চ্যাম্পিয়ন, দেশ চিত্রকথা’র প্রযোজকও তিনি। বিয়ের পর থেকেই জোহরা হোসেইন হয়ে গেলেন জোহরা গাজী। আজ ১৯ অক্টোবর ছিলো জোহরা গাজীর জন্মদিন।


বিবার্তা/অভি/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com