শিরোনাম
পাইলটকে পেলেই সুখী হবো
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ০১:২০
পাইলটকে পেলেই সুখী হবো
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে এখন অনেকেই উপস্থাপক হিসেবে কাজ করছেন। কিন্তু অনেকের মধ্য থেকে উপস্থাপনায় নিজস্ব একটি ধরণ তৈরী করেছেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা দিলরুবা সাথী। আজ তার সাক্ষাৎকার। লিখেছেন অভি মঈনুদ্দীন


শুরুতেই জানতে চাই উপস্থাপনা কেমন উপভোগ করেন?


আমি উপস্থাপনা করছি, এই বিষয়টিই আসলে অনেক সময় স্বপ্নের মতো মনে হয়। কারণ কখনো ভাবিনি নিজের চলার পথে উপস্থাপনাকে এভাবে জড়িয়ে নিয়ে আগামীর পথে হাঁটবো আমি। ভাবলে যেমন অবাক হই, আবার আনন্দিতও হই। কারণ উপস্থাপনা করতে এসে জীবনকে খুব কাছে থেকে বুঝতে শিখেছি, শিখছি প্রতিনিয়ত। প্রতিদিনই আমি নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি।


উপস্থাপনা করেও তারকাখ্যাতি পাওয়া যায়, সেটা নিশ্চয়ই আপনি উপভোগ করেন?


আমি খুব বিনয়ের সাথেই বলছি, তারকাখ্যাতি পাবার জন্য আমি উপস্থাপনা করতে আসিনি। ভালোলাগা, ভালোবাসা থেকেই আসলে উপস্থাপনায় আসা। তারকা হয়েছি কী হইনি সেটা নিয়ে কখনোই আমার ভাবার সময়ও হয়ে উঠেনি। আমি শুধু এতোটুকুই বলতে চাই যে আমি চ্যানলে আইতে চাকরী করছি, উপস্থাপনা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্বটা পালন করছি প্রতিনিয়ত। তবে হ্যাঁ যখন কোথাও বেড়াতে যাই তখন মায়ের মতো হাত বাড়িয়ে কেউ বুকে জড়িয়ে নিয়ে বলে তোমার উপস্থাপনা আমার ভীষণ ভালোলাগে, তখন গর্বে বুকটা ভরে যায়।


আপনিতো অভিনয় করেন মাঝে মাঝে...


সত্যি বলতে কী উপস্থাপক হিসেবেই আমি কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি। ব্যস্ততার কারণে অভিনয় করা হয়ে উঠেনা। সর্বশেষ রেজানুর রহমানের স্বাধীনতা দিবেসর বিশেষ নাটক ‘সাইরেন’-এ অভিনয় করেছিলাম। এরপর আর সময় হয়ে উঠেনি অভিনয় করার। তবে শুভাকাঙ্খীরা বলেন অভিনয় করতে। কিন্তু উপস্থাপনা থেকে আমি দূরে থাকতে চাই না।


আপনার আজকের অবস্থানের পিছনে ভূমিকার কথা যদি জানতে চাই...


আমি খুব স্পষ্ট ভাবেই বলতে চাই আমার আজকের অবস্থানের প্লাটফরমটা গড়ে দিয়েছে চ্যানল আই এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞ ফরিদুর রেজা সাগর স্যার, শাইখ সিরাজ স্যার, আমিরুল ইসলাম ভাই এবং অনন্যা রুমা আপু’র প্রতি। প্রতিমুহুর্তে তাদের সহযোগিতা না পেলে দিলরুবা সাথী’র নামটি আজ এদেশের মানুষের জানা হতো না।


শুনলাম বিয়ে করছেন?


ঠিকই শুনেছেন। পারিবারিকভাবে শিগগিরই বিয়ে করতে যাচ্ছি। ছেলে পাইলট। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ তারসঙ্গেই আমার জুটি গড়ে দেন। তাকে পেলেই আমি সুখী হবো, খুশি হবো।



বিবার্তা/ইফতি


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com