শিরোনাম
তাসভীর এমারল্ড অ্যাওয়ার্ড পাচ্ছেন ফারুকী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১২:১৩
তাসভীর এমারল্ড অ্যাওয়ার্ড পাচ্ছেন ফারুকী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার তাসভীর এমারল্ড অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দক্ষিণ এশীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য তাকে এই পুরস্কারটি দিচ্ছে সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।


আগামী ২০ অক্টোবর ফারুকীর হাতে তুলে দেওয়া হবে তাসভীর এমারল্ড অ্যাওয়ার্ড। এর আগেউৎসবে প্রদর্শিত হবে তার হাস্যরসধর্মী ছবি ‘পিঁপড়াবিদ্যা’। এর প্রদর্শনী শেষেই অ্যাওয়ার্ডটি গ্রহণ করবেন তিনি।


আয়োজকদের ফারুকী বলেছেন, ‘আমার সব অনুপ্রেরণা, চরিত্র ও গল্প সাধারণত চারপাশ থেকেই ধার করি। এসব চরিত্র, গল্প, দর্শন, ভিজ্যুয়াল মেজাজ সবকিছুই একে অপরের সঙ্গে সম্পৃক্ত।’


মোস্তফা সরয়ার ফারুকী একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়া "ব্যাচেলর" চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।


ফারুকীর অন্য ছবিগুলো হলো- ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’। এগুলো বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে। পেয়েছে পুরস্কারও। ফারুকী এখন ‘ডুব’-এর পোস্ট-প্রোডাকশনের কাজ করছেন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com