শিরোনাম
আয়নাবাজিতে মুগ্ধ মন্ত্রী
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৭:৩৬
আয়নাবাজিতে মুগ্ধ মন্ত্রী
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মঙ্গলবার সকাল ১১টার শো’তে তিনি রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটি উপভোগ করেন। এই সময় আসাদুজ্জামান নূরের সাথে চলচ্চিত্রটি আরো উপভোগ করেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকমের চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী। চলচ্চিত্রটির প্রদর্শনীর শুরু থেকেই সিনেপ্লেক্স ভর্তি দর্শক বেশ মনোযোগ দিয়ে উপভোগ করেন।


প্রদর্শণী শেষে সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আয়নাবাজি দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। যদি অল্প কথায় বলতে হয় তাহলে বলবো আয়নাবাজি একটি চলচ্চিত্রই হয়েছে। আমি এর আগে অনেক চলচ্চিত্র দেখেছি। চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে অনেকেই নাটক-টেলিফিল্ম নির্মাণ করে ফেলেন। কিন্তু অমিতাভ একটি চলচ্চিত্রই নির্মাণ করেছে। এর গল্প এবং এতে যারা অভিনয় করেছেন বিশেষ করে চঞ্চল চৌধুরী খুব ভালো অভিনয় করেছে। পুরো আয়নাবাজি টিমের জন্য আমার শুভ কামনা।’


নাট্যব্যক্তিত্ব আলী যাকের বলেন, ‘সর্বশেষ ফারুকীর টেলিভিশন চলচ্চিত্রটি দেখেছিলাম। বেশ কয়েকবছর পর কোনো ভালোলাগার মতো চলচ্চিত্র দেখছি। আমার কাছে সত্যিই খুব ভালোলেগেছে।’


গীতি আরা সাফিয়া বলেন, ‘প্রায় বিশ বছর পর হলে গিয়ে সিনেমা উপভোগ করেছি। খুউব ভালো একটি সিনেমা দেখলাম। পুরো আয়নাবাজি টিম যে অনেক কষ্ট করেছে তা আয়নাবাজি দেখলেই বুঝা যায়।’


এদিকে গতকাল ১১ টার শো’তে সাধারণ দর্শকের সাথে আয়নাবাজি উপভোগ করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, নাটক ও চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম চিত্রনায়িকা আইরিনসহ আরো অনেকে।


উল্লেখ্য, সকালের শো’তে সংষ্কৃতি মন্ত্রী ছাড়া বাকীরা সবাই নিজ নিজ উদ্যোগেই ‘আয়নাবাজি’ দেখতে গিয়েছিলেন। শুধুমাত্র আসাদুজ্জামান নূরই পরিচালকের নিমন্ত্রণে সিনেমাটি দেখতে সপরিবারে গিয়েছিলেন।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com