শিরোনাম
ফিরছেন দেওয়ান হাবিব
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ২১:০০
ফিরছেন দেওয়ান হাবিব
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

একজন সম্পাদক হিসেবে তিনি যেমন ব্যাপক পরিচিত, ঠিক তেমনি শিল্পী গড়ার কারিগর হিসেবেও রয়েছে তার যথেষ্ট সুনাম। তিনি দেওয়ান হাবিবুর রহমান।


তারই হাত ধরে ‘বিনোদন বিচিত্রা ফটো সুন্দরী’ হয়ে মিডিয়াতে কাজ করছেন মাহবুবা ইসলাম সুমী, শ্রাবন্তী, মোনালিসা, তিনা, লালা লোটাস, এ্যানি, রেসি, মিষ্টি, সিলভি ও অনন্যা রুমাসহ আরো অনেকে। তবে গত তিন বছর ধরে এই ফটো সুন্দরী প্রতিযোগিতা বন্ধ রয়েছে।


আগামী বছর থেকে আবারো নিয়মিত এই ফটোসুন্দরী প্রতিযোগিতা শুরু হবে বলে নিশ্চিত করেছেন এই সুন্দরী প্রতিযোগিতার উদ্যোক্তা ও বিনোদন বিচিত্রা’র প্রকাশক সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান।


এদিকে ১৯৯৫ সাল থেকে অসংখ্য নাটক প্রযোজনা করে আসছেন তিনি। প্রথম প্রযোজনা করেন ‘শুধু তোমার জন্য’ নাটকটি। এটি নির্মাণ করেন শেখ রিয়াজ উদ্দিন বাদশা। প্যাকেজের দ্বিতীয় নাটক ছিলো এটি। এতে অভিনয় করেছিলেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা।


এরপর তিনি প্রযোজনা করেন প্রয়াত সালমান শাহ ও শমী কায়সার অভিনীত ‘নয়ন’ নাটকটি। তারই প্রযোজনায় অরুন চৌধুরী প্রথম নাটক নির্মাণ করেন। এক ঘণ্টা ব্যাপ্তির সাত পর্বের এই ধারাবাহিক নাটকের নাম ছিলো ‘ছোট ছোট ঢেউ’।


দেওয়ান হাবিবের প্রযোজনায় নির্মিত প্রথম টেলিফিল্ম ছিলো ‘আড়াল’। এতে অভিনয় করেছিলেন আফজাল হোসেন, তৌকীর আহমেদ ও চিত্রনায়িকা মৌসুমী।


এছাড়া তার প্রযোজনায় নির্মিত হয় ‘বৈশাখী ঝড়’, ‘অর্পিতা’, ‘শহরে ভোরের ফুল’, ‘তিনি একজন’, ‘মাটির ফুল’সহ অসংখ্য নাটক। এসব নাটকে সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন আনোয়ার হোসেন বুলু।


আগামী বছরের শুরু থেকে আবারো প্রযোজনায় নিয়মিত হচ্ছেন তিনি। দেওয়ান হাবিব বলেন, নানান সমস্যার কারণে নাটক প্রযোজনা থেকে দূরে ছিলাম। আবার পুরনো ইচ্ছে মনে জাগলো। তাই প্রযোজনায় ফেরার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু বেশ ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আশাকরি আগামী বছরের শুরুতে আবারো ছোটপর্দার নির্মাণ কাজে প্রযোজনায় ফিরবো। আর যথারীতি আগামী বছরের শুরুতেই আশা করছি বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতাও শুরু করবো।


পাঠকপ্রিয় ম্যাগাজিন ‘বিনোদন বিচিত্রা’ দীর্ঘ আঠারো বছর ধরে নিয়মিত প্রকাশ করে আসছেন দেওয়ান হাবিবুর রহমান। ব্যক্তি জীবনে সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি নাটক নির্মাণে এবং ফটোসুন্দরী প্রতিযোগিতায় আবার ফিরে এলে দেশে শিল্পী সংকটের উত্তরণেও জোরালো ভূমিকা রাখবে।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com