শিরোনাম
একবছর পর নাঈম সোনিয়া
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১৯:০৭
একবছর পর নাঈম সোনিয়া
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

একবছর আগে দর্শকপ্রিয় অভিনেতা নাঈম ও অভিনেত্রী সোনিয়া হোসেইন একসঙ্গে একটি নাটকে প্রথম অভিনয় করেছিলেন। এরপর বিভিন্ন উৎসব, বিশেষ দিবস পার হলেও একসঙ্গে আর নাটকে অভিনয় করা হয়ে ওঠেনি তাদের দু’জনের।


বিরতির পর তারা দু’জন আবারো একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ব্যাটম্যান’স সিস্টার’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশিক মাহমুদ রনি। গত বুধ ও বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে।


নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাঈম বলেন, এই নাটকে আমি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধানের চরিত্রে অভিনয় করেছি। গল্পটিতে আশিক তার নিজস্ব ভাবনা থেকে নতুনত্ব আনার চেষ্টা করেছেন। যে কারণে আমি আমার অভিনয়ে এবং গেটআপে ভিন্নতা আনার চেষ্টা করেছি। যথারীতি সোনিয়াও তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছে।


সব মিলিয়ে খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করি দর্শক নাটকটি বেশ উপভোগ করবেন।


সোনিয়া হোসেইন বলেন, আমি সবসময়ই একটু বেছে বেছে কাজ করি। যে কারণে মাসজুড়ে আমার ব্যস্ততা কম। কিন্তু যে কাজগুলোই করি প্রতিটি কাজই দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়। ব্যাটম্যান’স সিস্টার নাটকে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। এতে আমি একজন ওয়েটারের ভূমিকায় অভিনয় করেছি। এই ধরনের চরিত্র পেলে আমি খুব আগ্রহ নিয়ে, স্বাচ্ছন্দ্যে কাজ করি। অভিনয়টা উপভোগ করার চেষ্টা করি। নাঈম সবসময়ই আমাকে সহযোগিতা করে।


নাটকটির নির্বাহী প্রযোজক ইমরান নূর রফি জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে ঈদ উল ফিতরে খুব বেশি নাটকে কাজ করা হয়ে ওঠেনি নাঈমের আমেরিকায় থাকার কারণে। কিন্তু ঈদ উল আযহায় তিনি প্রায় ১২টি নাটকে অভিনয় করেছেন। সংখ্যার দিক দিয়ে নয়, নাটকের গল্প এবং চরিত্রের দিকেই মনোযোগী ছিলেন তিনি।


গত ঈদে নাঈম অভিনীত উল্লেখযোগ্য নাটক ছিলো ‘হোয়াইট’, ‘রাজকন্যা’, ‘কে ভার্সেস কে’, ‘মধ্যবিরতি’, ‘রেসিপি অব লাভ’, সাহেব বিবি গোলাম’, ‘আকাশের ওপারে আকাশ’ এবং ‘চলো সবাই ডায়েট করি’। এরমধ্যে চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে তিনি অভিনয় করেছেন ‘রেসিপি অব লাভ’ নাটকে এবং স্ত্রী নাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন ‘আকাশের ওপারে আকাশ’ নাটকে।


এদিকে গত বুধবার থেকে আরটিভিতে শুরু হয়েছে সোনিয়া হোসেইন অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘ঝামেলা আনলিমিটেড’। গত বছর তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ইউটার্ন’ মুক্তি পায়। এতে তার বিপরীতে ছিলেন শিপনমিত্র। এছাড়া সোনিয়া শিগগিরই নতুন চলচ্চিত্র ‘যাযাবর’র কাজ শুরু করবেন।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com