শিরোনাম
ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার নার্গিস
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৬, ১৭:০০
ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার নার্গিস
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার হলেন বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নার্গিস ফাখরি। তার ক্রেডিট কার্ড দিয়ে প্রায় ছয় লাখ রুপির প্রতারণামূলক লেনদেন হয়েছে যুক্তরাষ্ট্রে। আর এ ঘটনায় রীতিমত বাকরুদ্ধ ‘রকস্টার’ খ্যাত তারকা।
ইতিমধ্যে ক্রেডিট কার্ডটি ব্লক রাখতে ব্যাংকে জানিয়ে দিয়েছেন চেক রিপাবলিক-পাকিস্তানি বংশোদ্ভুত মার্কিন এই নাগরিক। এছাড়া গত ১৫ আগস্ট মুম্বাই পুলিশের কাছে এ সংক্রান্ত একটি অভিযোগও দায়ের করেছেন নার্গিস।
পুলিশের ধারণা, অভিযোগ দায়েরের দিন সকালেই অবৈধভাবে টাকাগুলো তোলা হয়েছে। প্রতারকরা নার্গিসের ক্রেডিট কার্ডটির তথ্য নিয়ে এর একটি ক্লোন বানিয়ে টাকা চুরি করেছে। ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে সব মিলিয়ে ১৪বারে ৯ হাজার ৬২ মার্কিন ডলারের লেনদেন করা হয়েছে।
এই মামলার দায়িত্বপ্রাপ্ত এক পুলি কর্মকর্তা জানান, ক্লোন ক্রেডিট কার্ডটি কেবল টাকা তোলার জন্য ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে কোনো কেনাকেটা হয়নি। ক্রেডিট কার্ডটি কোটাক মহিন্দ্রা ব্যাংকের। তবে গ্রাহকদের গোপন তথ্য কারও সঙ্গে ভাগাভাগির কথা অস্বীকার করেছেন এর কর্মকর্তারা।
তিনি আরও জানান, ‘লেনদেনের জালিয়াতি হওয়ায় কোটাক মহিন্দ্রা ব্যাংক থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে। চার ঘণ্টায় ১৪ বার টাকা তোলা হচ্ছে দেখেও ব্যাংক কেনো কিছু বুঝতে পারেনি এবং লেনদেন আটকে দেয়নি তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’
বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com