পঞ্চগড়ে শিশু শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ২০:১৬
পঞ্চগড়ে শিশু শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে গরম কাপড়ের হুডি ও স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।


শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের জেলা শহরের সুগার মিল মাঠে সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন এই শীত আনন্দ উৎসবের আয়োজন করে। এতে ওষুধ প্রস্তুত ও বিপননকারী প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহযোগিতা করছে। এটি ছিলো শীত আনন্দ উৎসবের তৃতীয় ইভেন্ট।


অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান, সদর থানার ওসি আশরাফুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা ও এভারেস্ট এগ্রি অ্যান্ড ফ্রুটি কালচারের প্রজেক্ট ম্যানেজার কবীর আহমেদ আকন্দ ও জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আহসান হাবিব সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, মেন্টর ও শিশুস্বর্গ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।


আয়োজক সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও শিশুস্বর্গ ফাউন্ডেশন জেলার ৭৩ শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে সাত হাজার শিক্ষার্থীকে নিয়ে পাঁচটি ভ্যানুতে শীত আনন্দ উৎসব করার উদ্যোগ নিয়েছে। তৃতীয় এই ভ্যেনুতে হুডি, ব্যাগসহ শিক্ষা উপকরণ ও খাবার দেয়া হয় ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩২০ জন শিশুকে।


এর আগে জেলার বোদা উপজেলার তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭২৪ জন ও পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ের ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৬০ জন শিশুকে তুলে দেয়া হয় শীতের এই উপহার


বিবার্তা/বিপ্লব/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com