
কুড়িগ্রাম সংসদীয় আসন ৪ রৌমারি (রাজিবপুর চিলমারী) এলাকায় মনোনয়নের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ আন্দোলন করেছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোছাঃ মমতাজ হোসেন লিপি'র মনোনয়ন সমর্থনকারীরা। এ সময় উপজেলা বিএনপিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ মানুষজন অংশ নেন।
১০ ডিসেম্বর, বুধবার রাতে রৌমারী এলাকায় মানুষ হাতে মশাল মিছিল নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন রৌমারি থানা কৃষকদলের আহবায়ক মোঃ কামরুজ্জামান বাবু, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ বাবু,মোঃ শুক্কুর আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সানোয়ার হোসেন, মোঃ সুনাম আলী, মোঃ মোকলেস আলী, মহিলা দলের নেত্রী মোছাঃ আয়শা বেগম, মোছাঃ আসমাখাতুনসহ অনান্য নেতাকর্মীরা।
বিক্ষোভে মিছিলে মহিলা দলের নেত্রী মনোনয়ন বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, এই আসনে একই পরিবার থেকে ছোট ভাই জামায়াতের প্রার্থী এবং বড় ভাই বিএনপির প্রার্থী। সাধারণ ভোটার বিষয়টি অন্যভাবে নিয়েছে। তাই বলছি মমতাজ হোসেন লিপিকে বিএনপির মনোনয়ন দিলে নিশ্চিত আমাদের এই আসনে ধানের শীষ জয় লাভ করবেন তিনি।
বিবার্তা/বিপ্লব/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]