পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪
পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের গণমাধ্যমকর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১০ ডিসেম্বর) দিনভর পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে ওই সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।


পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, পিপি অ্যাডভোকেট আদম সুফি, ইসলামী আন্দোলনের সহ সভাপতি ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ ও খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মো. তুহিন।


বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, পঞ্চগড় প্রেসক্লাবের পরিচিতি সভা প্রস্তুতিমূলক কমিটির আহবায়ক ও সহ সভাপতি সামসউদ্দীন চৌধুরী কালাম, সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ প্রমূখ। অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিক কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


পরিচিতি সভা শেষে এক প্রীতিভোজে অংশগ্রহণ উপস্থিত সকলেই।।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com