
দিনাজপুরের হাকিমপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন স্থানীয় হিলি প্রেসক্লাবের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই একে ওপরে সবাই নিজের পরিচয় দেন এবং পরিচিত হন।
এসময় নবাগত ওসি মোঃ জাকির হোসেন বলেন, আমার জন্মস্থান কুড়িগ্রাম জেলার চিলমারীতে। সেখান থেকে এইচএসসি পরীক্ষা শেষ করে পরবর্তীতে অনার্স ও মাস্টার্স শেষ করে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহীনিতে যোগদান করি। এরপর পুলিশের বিভিন্ন দপ্তরে দ্বায়িত্ব পালন করেছি। সর্বশেষ লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ দ্বায়িত্ব পালন শেষে হাকিমপুর থানায় সদ্য অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করি।
তিনি বলেন, হাকিমপুর থানা যেহেতু সীমান্তবর্তী থানা সেহেতু এখানে মাদক সহজলভ্য অনেকেই বলে। শতভাগ মাদক মুক্ত করবো বললেও তা সম্ভব নয়। তবে মাদক ব্যবসায়ী ও মাদকের বিষয়ে কোন আপোষ নেই। সে যেই হোক।
তিনি আরও বলেন, বর্তমানে আমরা একটা চ্যালেন্জিং সময় পার করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমার থানায় সুন্দর ও সুষ্ঠ পরিবেশে সম্পূর্ণ করতে সরকারি নির্দেশনা মোতাবেক কাজ করতে বদ্ধ পরিকর। নিষিদ্ধ ঘোষিত সৈরাচার দলের কেউ কোন কার্যক্রম করতে চাইলে সরকারি নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নিরা অপরাধ কোন মানুষ হয়রানির শিকার হবে না। এসব কাজে গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে উপস্থিত হিলি প্রেসক্লাবের সকল সদস্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মোঃ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ মোঃ হাসান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাব্বির আহম্মেদ বিপ্লব, সদস্য সোহেল হোসেন, মিন্নুর সজল, আলী মুর্তজা সরকার, কামরুজ্জামান শুভ,সেলিম মীর,তৌহিদুল ইসলাম শামীম, সাদ্দাম হোসেন নয়ন প্রমুখ।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]