সীমান্তে
বাংলাদেশি নিহতের ঘটনায় সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক, বিএসএফের দুঃখ প্রকাশ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২০:১০
বাংলাদেশি নিহতের ঘটনায় সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক, বিএসএফের দুঃখ প্রকাশ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী এলাকার- বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে-বৈঠকটি অনুষ্ঠিত হয়।


বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়া এবং সীমান্তে চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে বৈঠকের উদ্যোগ নেয় বিজিবি। প্রধান পিলার ৮৬৮ নম্বরের ৩ নম্বর উপপিলারের কাছাকাছি ‘ব্রিটিশ সড়ক’ এলাকায় আয়োজিত এ সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান। অপরদিকে ভারতের পক্ষে গোপালপুর সেক্টর কমান্ডার ডিআইজি ডি এস রাঠোর ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।


সভায় বিজিবি গত ৪ ডিসেম্বর বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের বিষয়টি তুলে ধরে ব্যাখ্যা চান। জবাবে বিএসএফ প্রতিনিধি দল ঘটনাটির প্রতি দুঃখ প্রকাশ করে জানায়, চোরাকারবারীরা কাঁটাতার কেটে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয়-সে বিষয়ে আশ্বাস দেয় বিএসএফ।


এছাড়া দুই বাহিনী অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মানুষকে ঠেলে দেওয়া (পুশ-ইন) সীমান্ত এলাকায় তিন ফুটের বেশি উচ্চতার ফসল (যেমন পাট ও ভুট্টা) চাষ না করা এবং দা, কুড়ালের মতো দেশীয় অস্ত্র নিয়ে কাঁটাতারের কাছাকাছি না যাওয়ার বিষয়ে একমত হয়। সীমান্তে যেকোনো সমস্যা দেখা দিলে আলোচনা করে সমাধান করার প্রতিশ্রুতিও দেন উভয় সেক্টর কমান্ডার।


বাংলাদেশের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম।


বিবার্তা/হাসানুজ্জামান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com