
আত্মকর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে বেকার যুবক-যুব নারীদের জন্য ২০ দিনব্যাপী ৬০ ঘণ্টার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে চিলমারী মহিলা ডিগ্রি কলেজের আইসিটিডি ল্যাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। এতে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইসিটি অফিসার সাইফ বিন হাসান, উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাজু আহমেদ, একাডেমিক সুপার ভাইজার মো. আব্দুল হালিম, অধ্যক্ষ জীতেন্দ্র বর্মণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বে ফ্রিল্যান্সিং হতে পারে যুব সমাজের জন্য একটি কার্যকর আয়ের উৎস। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক ও যুব নারীরা দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। তাঁরা আরও আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণ চিলমারী উপজেলার বেকার যুবসমাজকে আত্মকর্মসংস্থানে অনুপ্রাণিত করবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, এ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে নতুন করে আরও প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। তিনি অংশগ্রহণকারীদের মনোযোগ ও নিষ্ঠার সাথে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
বিবার্তা/রাফি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]