ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭
ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর জানুয়ারি) সকালে উপজেলার গজনী কালচারাল সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।


উপজেলার ২৪টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান।


এতে স্বতঃস্ফূর্তভাবে মুক্ত আলোচনার মাধ্যমে সমিতির আয়-ব্যয়ের হিসাবসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও, সমিতি যেন কোনোভাবে বিভক্ত না হয়, সে বিষয়ে সবাই একমত পোষণ করেন এবং সব পর্যায়ের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


বিবার্তা/জাহিদুল/এসএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com