
দিনাজপুরের হাকিমপুর হিলিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সূচনা করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনের শুরুতে সকাল ৭টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছাঃ আক্তারা চৌধুরী, সদস্য সচিব মোছাঃ ফারজানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আসমান আলী বাবু, পৌর মহিলা দলের সদস্য শামসুন্নাহার টুনি, পৌর মহিলা দলের নেত্রী রিনি খাতুন, বিএনপির মহিলা নেত্রী ফেরদৌসী বেগমসহ স্থানীয় নেতা-কর্মীরা।
এছাড়া একই দিন বিকেল তিনটায় র্যালি অনুষ্ঠিত হবে এবং দিনব্যাপী নানান কর্মসূচি ও অনুষ্ঠান পালিত হবে।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]