
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে শহরের পার্ক বাজার ও বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে।
৯ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এসময় সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযানে পার্ক বাজারের কাঁচাবাজারে মূল্য সহনীয় রাখার উদ্দেশ্যে তদারকি করা হয়। এসময় একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা এবং দুইটি ডিমের দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ক্লিনিকের অনিয়মের অভিযোগের ভিত্তিতে শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান চালানো হয়। এতে সাবালিয়া এলাকার আদর্শ ক্লিনিককে ১০ হাজার টাকা এবং ল্যাবজোন হাসপাতাল অ্যান্ড হরমোন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল টেকনোলজিস্ট আব্দুর রশিদ, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]