
মুন্সীগঞ্জে বিষাক্ত মদপানে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন অসুস্থ হয়ে ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত (৫ সেপ্টেম্বর) থেকে শুক্রবার বিকেল পর্যন্ত তিন জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।
মৃতদের মধ্যে রয়েছেন টঙ্গীবাড়ি উপজেলার কাঁঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঁঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬০) ও ইব্রাহিম মুন্সী (৬০), সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপারের হোসেন ডাক্তার (৬৫)। এরমধ্যে বাচ্চু বেপারী বৃহস্পতিবার দিবাগত রাতে এবং অপর দুইজন শুক্রবার মারা যান।
এছাড়া অসুস্থ রহমতউল্লাহ বেপারীকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর অসুস্থ আলামিন (৪৬) ও সিজান (২৮) স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করে কাঁঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।
টঙ্গীবাড়ি থানার ওসি মহিদুল ইসলাম বলেন, কয়েকজনের মৃত্যুর তথ্য জেনেছি। এসব বিষয়ে খোঁজ চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]