ঘরের চালায় ঢিল, চিৎকার করায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬
ঘরের চালায় ঢিল, চিৎকার করায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত পাখি আক্তার (২৮) একই এলাকার সৌদিআরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার দোলোয়ার হোসেন মল্লিকের মেয়ে।


স্থানীয় সূত্র জানায়, রাতে ঘরের চালায় ঢিল ছুড়ে মারে একদল দুর্বৃত্ত। এ সময় চিৎকার করে ওই গৃহবধূ। পরে পাখির চার বছরের ছেলে আইজান ঘরের দরজা খুললে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন তারা। কৌশলে ঘর থেকে বেরিয়ে পাখির ছেলে আইজান পাশের বাড়ির লোকজনকে ডেকে আনে। প্রতিবেশী এসে হত্যাকাণ্ড দেখে পুলিশে খবর দেয়।


পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।


প্রতিবেশীরা জানান, পাখি বাড়িতে একা থাকায় মাঝরাতে প্রায়ই তার ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারতেন অজ্ঞাতরা। বিষয়টি এলাকার মুরব্বিরদের জানালেও কোনো সুরহা হয়নি। কে বা কারা এমন ঘটনায় জড়িত তা কখনো শনাক্তও হয়নি।


মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, নির্জন এলাকায় একটি বাড়ি হওয়ায় মুহূর্তেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের ধরতে এরইমধ্যে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com